Hy yfefen

0 9
Avatar for Tania
Written by
3 years ago

৪৫

he yfefen

পরিবর্ত প্রতীক (Sahatitstv Symbभ) : যেলৰ প্ীক কোনাে কিছুর পরিবর্তে

হয় ককে পহিবর্ত প্রতীক ললে। এ ধরনের প্রতীক মূলত পরিবর্তিত বিষয়ের

ইসেবে কাজ করে। এ জন্য এওলোকে প্তিনিধিত্বকারী প্রতীকও কলা হয়ে পাকে।

মুক্তিবি্যায় এ ধরনের প্রতীকের ব্যাপক বাবহাৰ লক্ষ করা থায়। যেমন, গণিতের

আগ শটির পরিব্তে + চি্টি বা বিয়োগ শক্টির পরিবর্তে - চিহটি পরিবর্ত

ইৰে বাত হয়ে থাকে। একইভাবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে 'যদি-তাহলে শব্দ পুটির

চিহ্টি বা অথবা শক্টির পরিবর্তে চিহ্টি পরিবর্ত প্রতীক হিসেবে

ম্দেশমুলক প্রতীক (Suggestive symbol ) : যেসব প্রতীক মানুষের মনে কোনাে

কাজে ব্যবহৃত হয়ে থাকে সেগুলােকে নির্দেশমূলক প্রতীক বলে। এ ধরনের

বিষয়বস্কে প্রকাশ করে না, বরং এর কাজ হচ্ছে বিষয়বন্তর অর্থ নির্দেশ করা।

তাসের বাহমুটি কার্ডের প্রতিটি কার্ড আমাদের মনে এক বিশেষ ধারণার সৃষ্টি করে

খলার সময় কার্ডগুলাের আকার আবকৃতি দেখে নয়, বরং কার্ডগুলােতে নির্দেশিত অর্থ

মমরা সেগুলাে ব্যবহার করি। এক্ষেত্রে কার্ডগুলােতে নির্দেশিত অর্থই হচ্ছে

দেশলক প্রতীক।

कैতে হে, ওপরে আলােচিত প্রকাশধর্মী প্রতীক, পরিবর্ত প্রতীক ও নির্দেশমূলক প্রতীক-

তিন শ্ণির প্রতীকের ব্যাখ্যা আমরা পেয়েছি আধুনিক যুক্তিবিদ অধ্যাপক স্টাউটের

ুক্তিবিদ্যার আলােচনায়।

সাধারণ প্রতীক : সাধারণ প্রতীক দু'প্রকার- শান্দিক প্রতীক ও অশাব্দিক প্রতীক।

(ত) শাব্দিক প্রতীক (Verbal Symbol ) : ভাষায় ব্যবহৃত শব্দসমূহই হচ্ছে শাব্দিক

এতীক এক্ষেত্রে কোনাে শব্দ বা শব্দসমষ্টি কোনাে বিষয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে

কে অর্থাৎ যখন কোনাে শব্দ বা শব্দসমষ্টি কোনাে বস্তু বা গুণ বা ক্রিয়ার নির্দেশক

হিসেবে কাজ করে তখন তাকে শাব্দিক প্রতীক বলে। যেমন, 'বই শব্দটি বই নামক বস্তুর

প্রতীক, দয়ালু শব্দটি দয়া নামক গুণের প্রতীক বা 'খেলা করা শব্দটি ক্রিয়ার প্রতীক

হিসেবে ব্যবহৃত হয়।

(খ) অশান্দিক প্রতীক (Non-Verbal Symbol) : স্বয়ংসম্পূর্ণ অর্থবােধক শব্দ ছাড়া বিভিন্ন

ভাষার বর্ণমালার বর্ণ বা গণিতের বিশেষ প্রতীক যখন কোনাে কিছুর নির্দেশক হিসেবে

ব্যবহৃত হয় তখন তাকে অশাব্দিক প্রতীক বলে। যেমন, বাংলা বর্ণমালার ক, খ, গ বা

ইংরেজি বর্ণমালার p, q. r, s অথবা গণিতের + (যােগ), - (বিয়ােগ), x (গুণ), + (ভাগ)

ইত্যাদি অশাব্দিক প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ জন্য অনেক ক্ষেত্রে অশান্দিক

প্রতীককে বর্ণ প্রতীকও বলা হয়।

উল্লেখ্য যে, প্রায় ক্ষেত্রেই শাব্দিক প্রতীকগুলাের অর্থ অস্পষ্ট ও দ্ার্থক থাকে, যার ফলে

প্দের প্রকৃত অর্থের পরিবর্তন ঘটতে পারে। এবং এসব শব্দের মাধ্যমে অনেক সময়ই

এরতার কাছে বক্তার চিন্তা ও আবেগ ভুলভাবে উপস্থাপিত হতে পারে। এ জন্যই আধুনিক

যুক্তিবিদগণ যুক্তিবিদ্যায় কেবল অশাব্দিক প্রতীককেই ব্যবহার করার পক্ষপাতি। কারণ

1
$ 0.00
Avatar for Tania
Written by
3 years ago

Comments

This article is very uncommon. I am very excited to read this story. I think you write many story. Thank you.

$ 0.00
3 years ago