#চোখের_সমস্যার_জন্য_রুকইয়াহ।
চোখের সমস্যায় সুরা ক্বফ এর ২২নং আয়াতের শেষাংশ বেশ উপকারী। এর সাথে সূরা ফাতিহা।
আয়াতের অংশটি হচ্ছে-
فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ
অনুবাদঃ এরপর আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর। (সূরা ক্বফ ২২)
.
কিভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন?
নামাজ শেষ করার পর সূরা ফাতিহা এবং এই আয়াতটি পড়ুন, এরপর মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন, যেন ফুঁ চোখে লাগে। অথবা আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে চোখ মুছে নিন। এভাবে প্রতি নামাজের পরেই করুন।
সালাতের পরে করতে বলার কারণ হচ্ছে, ওই সময় দোয়া কবুল হয়। যেকোন রুকইয়াহ যেহেতু এক প্রকার দোয়া, তাই নামাজ শেষে রুকইয়াহ করলে উপকার বেশি পাওয়া যায়। এছাড়া অন্য সময়েও আপনি করতে পারেন, কোন সমস্যা নেই।
.
এটা পড়ে সবাই বেশ উপকার পেয়েছেন।
আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। রুকইয়াহ করে আপনারা উপকৃত হচ্ছেন জানলে আমাদের ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
আল্লাহ্ যেন আমাদের কাজে বরকত দেয়, আমিন!
1
23
good post i think this post help us