জবার রাঙা ফুলের গন্ধ বলে মনের অজানা কথার মাঝে কিছু স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে উঠেছে। রক্ত রঙের ছোঁয়া লাগা ফুল ফুটে পড়ন্ত দুপুরে রোদ গায়ে মেখে ভবনের নিচতলায়।
বাগানের সব থেকে সুন্দর ফুলের খোঁজে সীমিত সময়ের শেষ বেলাতে আসে। সেই ফুলের রূপক পর্ব পড়তে পারে সেই কিনারার রাত। তারারাই ☺ হাসি মাখানো জ্যোস্নার মুহূর্তে জীবনে অপেক্ষা বিরাজ করে।
পিচ ঢালা পথের ধারে বাগানের পশ্চিম দিকে তাকিয়ে আছে সেই রক্তাক্ত জবাটি। মেঘলা আকাশএর দিকে তাকিয়ে ভাবনা আশায় বুক পেতে। ইচ্ছাএর হাত ছানি যেন আমার মনের অজানা স্রোত চলে।
চারদিকের সুগন্ধ, শিউলি মাখানো ছন্দ, মগ্ন যে গানের সুর। হাসিতে মাখা ভুবন জুড়ে আছে বাগান। শব্দহীনা খুশি ভরপুর প্রতিক্ষন । জোয়ার ভাটার মতো ফুটছে ফুল ঝড়ছে। মেতেছে নতুন প্রতিক্ষণ, একলা একা মনটা ছটফটে কাটা ক্ষণে ফুটিয়া তুলে ফুল। রাঙা জবার হাসিটা।