0
13
.
• আদম (আ.) ছিলেন কৃষক। জমিতে চাষ করতেন। ফসল বুনতেন।
• ইদরীস (আ.) ছিলেন দর্জি। পোষাক সেলাই করতেন।
• নূহ (আ.) ছিলেন কাঠমিস্ত্রি। জাহাজ বানিয়েছেন।
• ইবরাহীম (আ.) ছিলেন রাজমিস্ত্রি। কা‘বাঘর বানিয়েছেন।
• ইলয়াস (আ.) ছিলেন তাঁতী। সুতো-কাপড় বুনতেন।
• দাউদ (আ.) ছিলেন কামার। লৌহবর্ম বানাতেন।
• মুসা (আ.) ছিলেন রাখাল। শ্বশুরবাড়ির মেষ চরাতেন।
• ঈসা (আ.) ছিলেন ডাক্তার। দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতেন।
• মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন রাখাল। মক্কায় মেষ চরাতেন।
.
কোনও পেশাই ফেলনা নয়। সব হালাল পেশাই সম্মানের। আয়-উপার্জনের জন্য কায়িক শ্রমের পেশাকে ছোট করে দেখা গুনাহ। মানুষকে পেশা দিয়ে মাপাও গুনাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ আতিক উল্লাহ (হাফি.) (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)