আপনারা সবাই ই জানেন খাবার ফেলে দেওয়া অনেক বড় একটা পাপ ,,আর আমরা আজ দেখবো বেঁচে যাওয়া খাবার দিয়ে কেমন সুন্দর খাবার তৈরি হয় ,,, আসুন আমার আজকের রেসেপি দেখে নিই ,,,
উপকরণ:
ডিম
কাঁচা মরিচ কুচি
পেয়াজ কুচি
সোয়াবিন তেল
লবন *হলুদ
বেঁচে যাওয়া ভাত
মরিচ এর গুড়ো
লক্ষ্য: মরিচ এর গুড়ো কেবল গাড়ো রং এবং স্বাদ বারানোর জন্য ব্যবহার করা হয়,,,
আসুন প্রনালী টা দেখে নেই ;
প্রণালী:
প্রথমে একটি পাত্রে তেল নিয়ে এতে মরিচ এবং পেয়াজ কুচি দিয়ে দিব এবং ভাজতে থাকবো ,,
ভাজার সময় ই এতে লবন আর হালকা হলুদ গুরো ছিটিয়ে দিবেন এবং ভাজতে থাকুন ,,,,
এবং ডিম এর মধ্যে ভেঙে দিন, এবং ভাজতে থাকুন ,,, একটু পর ই এতে ভাত দিয়ে দিবেন
এতে হলুদ গুরো এবং মরিচ গুড়ো দিয়ে ভালো করে ভাত টি ভাজুন ,
30মিনিট ভাত টি ভাজার পর নামিয়ে নিন ,
এবং সুন্দর করে পরিবেশন করুন ,,,
পরিবেশন::
যে কোন তরকারি দিয়ে এটি পরিবেশন করুন,, খেতে ভালো লাগে,,
ভাত ভাজি খুব মজার খাবার। বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ভাত ভাজি করে ফেলা যায়৷ যে কেউ খুব অল্প সময়ে খুব সহজে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারে।