সিসিমপুর ,,, নাম টা শুলেই কেমন মন না নেচে উঠে তাই না আমার ও উঠে ,,,, এই নামটা শুনলেই মনে হয় ঐ সিসিমপুর শুরু হওয়ার গান টা ,,,
যানি নি আমার মতো কে কে এমন দেখতা ছোট কালে ,,তখন টেলিভিশনে একটা চ্যানেল ছিল সেটা বি টিভি ,,, অনেকের অপ্রিয় একটা চ্যানেল আবার অনেকের প্রিয় ,,, আমি ছোট বেলায় সারা সপ্তাহ কষ্ট করে কাটাতাম আর শুক্রবার সকাল সাড়ে নয়টা হতে আমি টিভির সামনে বসে থাকবে ,,, টিভি রঙ্গিন হলেও টিভি ঝিরঝিরর করতো আর মা বাহিরে এনটিনার নাড়াতো ,,,
আর 10টাই শুরু হতো আমাদের প্রিয় সিসিমপুর ,, আর দেখতাম। টুকটকি , হালুম , ওদের কাহিনী ,, বেশ ভালো লাগতো সবচেয়ে বেশী ভাল লাগতো যখন দেখাতো এক মেয়ে কথা বলছে আর পাহাড়ী এলাকার বসবাস করা মানুষ জন দের কাহিনি পরে ধরে দেখতে ভালো লাগতো আর ভাবতাম ইসসসসস এখানেএএ যদি যেতে পারতাম ,,,,,
আর টিভি দেখতে দেখতে কখন শেষ সময় এসে যায় বুঝি ও না এক ঘণ্টা কোন দিক দিয়ে বার হয়ে গেল ,,,,, আর ঐ গান টা হয়
সিসিমপুরেএএএএএএএএএএ
চলছে গাড়ি
সিসিমপুরেএএএএএএএএএ
আর গান পারি না
গরু আমাদের গৃহপালিত পশু। এটা আমাদের অনেক উপকারী। গরু থেকে দুধ মাংস পাই।