নতুন কিছু খাবার

0 10
Avatar for Tamannatahnin
3 years ago

আমরা অনেকেই আলসে করে রান্না করতে চাই না আবার সকালে ভাত খেতে চাই না ,, তাই তাধের জন্য কিছু রেসেপি নিয়ে চলে এসেছি ,, দয়া করে আমার সাথে থাকুন ,, এবং লাইক ,কমেন্ট করুন , আমার পোস্টটি পরার জন্য ধন্যবাদ ,,

রুটি এবং জৈলী

উপকরণ: আপনারা সাধারনত আটার রুটি খান ,, রুটি আমরা সবজি খেতে খেতে বরিং হয়ে যায় তাদের জন্য এটি ,,,

  • রুটি

  • জেলি

প্রণালী: আপনারা সাধারনত আটা দিয়ে রুটি বানিয়ে নিন এটা তো পারেন ই ,,, তো পারলে একটু মার্কেট থেকে জেলী টা কিনে নিবেন ,, মার্কেট এ জেলী পেয়ে যাবেন 90থেকে 120টাকার মধ্যে , তবে চকলেট জেলীর দাম টা বেশি পরবে ,, জেলী চামচে করে নিয়ে পুরো রুটিতে মাখিয়ে নিন থার পর রুটি ভাজ করে খেয়ে ফেলুন,,

রুটি এবং ঘি

উপকরণ:

  • রুটি

  • ঘি

  • চিনি

প্রনালী:

  • রুটিতে সুন্দর করে ঘি মাখিয়ে নিন ,, চারদিকে ছরিয়ে দিন আর হা খেয়াল রাখতে হবে যে রুটি টি যেন গরম থাকে ,,

  • রুটির উপর চিনি ছিটিয়ে দিন এবং পেচিয়ে নিন আর হা গরম গরম খেলেই ভালো ,,নয় তো টেস্ট টা কম লাগে

পাউরুটি ও জেলী:

পাউরুটি সচরাচর সব দোকানে আমরা খুজে পাই ,, যা আমরা 10থেকে 100টাকার মধ্যে কিনতে পারি , তো চলুন আজ কের রেসেপি টিতে ঘুরে আসি ,,,

উপকরণ: পাউরুটি পিস পিস করেএ কাটা

জেলি,,

প্রণালী: পাউরুটি পিস গুলির সাথে সুন্দর করে চকলেট জেলী মাখিয়ে নিন ,, এবং একটি পাত্র চুলায় দিন এবং গরম করে এতে পাউরুটি তে চকলেট মাখা পিস গুলি গরম করুন হালকা হালকা পুরিয়ে নিন এবং এটি পরিবেশন করুন ফল গুলির সাথে ,,, বিভিন্ন ফল দ্বারা পরিবেশন সম্ভব,,

এবং আপনাদের বাচ্চা দের টিফিন হিসেবে দিতে পারবেন ,, ধন্যবাদ আমার পোস্ট টি পরার জন্য আমার পাশে থাকুন

1
$ 0.00

Comments