উপকরণ: 1, কলা, 2, ডিম 3, কাঁচা দুধ কিংবা টক দই 4, নারিকেল তেল , 5, লেবু , 7, অ্যালোভেরার জ্যালি 8, মেথি
প্রনালী ::
1। টিপস 1))))))) প্রথমে তেল আর লেবু চিপে হালকা একটু গরম করে নিন ব্যবহারবিধি: তা ভালো করে মাথায় নিয়ে ম্যাসাজ করুন যাতে চুলের গোড়ায় গোড়ায় পৌছায় ,,,,, চুলের body তে না দিলেও সমস্যা নেই। সমাধান::: খুশকী কমিয়ে চুল সল্কি করবে }}}}} ছেলেরা ব্যবহার করতে পারে তাদের উপর কাজ টা বেশি হয়
2। টিপস 2))))))) প্রথমে তেল আর ডিম , ভালো করে মিক্স করে নিবেন তাপর তাতে অ্যালোভেরার জ্যালি মানে অ্যালোভেরার পিছলা পদার্থ দিয়ে ভালো করে ফেটিয়ে নিবে এর পর হালকা লেবু চিপে মিক্স করে মাথায় + সারা চুলে ভালো ভাবে মেখে নিতে হবে বেশি করে ,,,, তবে সাবধান এগুলো মেখে চুল বাঁধবেন না চুলের গোড়া নরম হয়ে যেতে পারে তাই ফ্যান কিংবা বাহিরে বসে শুকোন চুল ,,,,,, সমাধান ,,,,, খুশকী বন্ধ করবে,,, চুল সফ্ট এবু বড় করে ,, রেগুলার ব্যবহারে চুল ঘন হয়
3। টিপস 3)))))))) চুল পড়া বন্ধ করতে ডিম ,কলা আর টকদই একসাথে মিক্স করে চুলে ভালোভাবে ম্যাসাজ করুন তাহলে চুল পড়া বন্ধ হবে সপ্তাহে 3দিন ব্যবহার করুন ভিলো ফল পেতে
4। টিপস 4))))) নারকেল তেলের সাথে আস্ত মেথি ভিজিয়ে রাখবেন যে তেল সাধারণত আপনি চুলে ব্যবহার করেন ঐ তেলে ,,,,, আর হ্যাঁ যে তেল ব্যবহার করুন না কেন ব্যবহার এর পূর্বে তেল গরম করে নিবেন
Bah onek valo onek darun onwk sundor tnx amon kicu sher dilan plz sundor hoisa aro cai ki vaba ato janen good ami new mmon amaka like din post a like din sob paben comment o korbo