Is off-facebook activity safe??

2 59
Avatar for Tamanna21
3 years ago

বর্তমানে আমাদের দেশে ফেইসবুকের off-facebook activity নিয়ে খুব সমালোচনা করা হচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই তথ্যের অধিকাংশই ভুল। কিছু মানুষ এটাকে ভুলভাবে ছড়াচ্ছে।

off facebook activity যে কি আমরা এটাই জানিনা। তাই সব কিছুর ভুল ব্যাখ্যা করছি।

এই ফিচারটি আপনার ক্যামেরা দিয়ে আপনাকে মনিটর করছে না। ভাই ফেইসবুকের খেয়ে দেয়ে কাজ নেই যে বসে বসে কারোর চেহারা দেখবে।

পুরোটা ব্যাখ্যা করছিঃ

আপনি ফেইসবুকে না থেকেও ধরুন কোন ওয়েবসাইট, কোন শপ ইত্যাদি ভিজিট করলেন তখন সেই ওয়েবসাইট বা শপ Facebook business Tool ব্যবহার করে ফেইসবুককে জানাবে আপনি তাদের ওয়েবসাইট বা শপে কি কি কাজ (activity) করেছিলেন।

তখন সেই তথ্য ইউজ করে ফেইসবুক আপনাকে সেই রিলেটেড এড দেখাবে। মানে আপনার ইন্টারেস্ট জানার জন্য এবং সেই অনুযায়ী আপনাকে সার্ভিস দেওয়ার জন্য off-facebook activity কাজ করে।

এখানে দুইটা জিনিস মনে করিয়ে দেওয়া উচিতঃ

প্রথমটা হল, ফেইসবুক নিজে এইসব এক্টিভিটি মনিটর করে না। আপনি যে সাইট ভিজিট করবেন সেই সাইট ফেইবুকের বিজনেস টুল ব্যবহার করে তাদের সাইটে করা আপনার এক্টিভিটি ফেইসবুককে পাঠায়।

কোন কোন এক্টিভিট ফেইসবুককে পাঠাবে তারও লিস্ট আছেঃ

১. কোন এপ ওপেন করা

২. ফেইসবুকের সাহায্যে কোন এপে লগিন করা

৩. কোন জিনিস সার্চ করা

৪. কোন প্রোডাক্ট কার্টে এড করা

৫. কোন কিছু কেন

৬. কোন জায়গায় ডোনেশন বা কোন কিছু দান করা

আর দ্বিতীয় যে জিনিসটা জানানো দরকার, আপনার ব্রাউজ করা সাইট এই লিস্টের বাইরে অন্য কোন ইনফরমেশন লাইক আপনার পাসওয়ার্ড, ফিনানশিয়াল কোন তথ্য, আপনার জন্ম তারিখ ইভেন আপনি সুস্থ নাকি অসুস্থ এই ইনফরমেশন গুলোও দিলে বা দেওয়ার ট্রাই করলে ফেইসবুক এটাকে তাদের terms and privacy এর ভায়োলেশন হিসেবে ধরে সেই সাইট বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

আর একটা কথা এটা নতুন ফিচার না। স্পেইন, আয়ারল্যান্ড ও সাউথ কোরিয়ার মত উন্নত এবং আমাদের চেয়ে শতভাগ সচেতন দেশে এটা অনেক আগে থেকেই ছিল। পুরো পৃথিবীব্যাপী এই ফিচারের সুবিধা দেওয়ার জন্য জানুয়ারীর ২৪ তারিখে মার্ক জুকারবারগ ঘোষণা দেয়।

আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। সব সময় মাথায় রাখবেন ফেইসবুক আপনার প্রাইভেসি নিয়ে গুপ্তচরবৃত্তি করলে ওদের পাততারী গোছাতে হবে। কে চায় নিজের পায়ে কুড়োল মারতে?


1
$ 0.00
Sponsors of Tamanna21
empty
empty
empty
Avatar for Tamanna21
3 years ago

Comments

every user should be aware of the consequences of using fb

$ 0.00
3 years ago

yes...but first we need to justify...if it really goes wrong, we should stop using it....but big community like facebook will rarely do something with your personal information

$ 0.00
3 years ago