এই পাখিটা তাড়াহুড়ো করে ভয়ানক একটা কুইচ্চা(কুচে মাছ) শিকার করে তাকে গিলে খেয়ে নিল। এবার সে আসমানের দিকে উড়তে শুরু করল।
কিন্তু কিছুক্ষন পরেই সে অনুভব করল যে, কুইচ্চাটি(কুচে মাছ টি) তার পেট চিরে বাইরে বের হয়ে যাচ্ছে। অগত্যা সে এখন চিরকালের জন্য ভূপৃষ্ঠে নেমে আসতে লাগলো এবং এক সময় রক্তক্ষরণ হয়ে পাখিটি মারা গেল!
সুতরাং জীবিকা অর্জনের বা শটকার্টে ধনী হওয়ার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জন্য হারাম গ্রাস এবং হারাম পন্থা অবলম্বন করবেন না।
কে জানে জীবিকার এই গ্রাস অথবা জীবিকার এই মাধ্যমটি হয়তো তার মূল্য বাবদ আপনার মূল্যবান জীবনটাই কেড়ে নেবে।
উপদেশ:
১.এক রাতেই ধনী হব বা কোটিপতি হবো এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন । আপনি আপনার কাজকে ভালোবাসুন,কাজকে সময় দিয়ে মনোযোগ সহকারে কাজ করে যান,সাফল্য আপনার হাতে এসেই ধরা দিবেই।ধরা দিতে বাধ্য।
২.কাজকে সময় দিন,কাজের পিছনে সময় ব্যয় করুন এবং ধীরে ধীরে সফল হওয়ার চেষ্টা করুন। এক রাতেই বড়লোক, এক রাতেই কোটিপতি হবো এমন চিন্তা ভাবনা না করে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য আসবেই।
৩.একসাথে বেশি খাওয়ার চিন্তাও না করে,প্রতিদিন কম কম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এইটুকু মাথাই রাখবেন সবসময় যে,একসাথে একসময়ে বেশি বেশি খেতে যেয়ে , শেষ মেষ যেনো পাখি টির মতো জীবন দান না করতে হয়।
PLEASE LIKE COMMENT & SUBSCRIBE@Suvankar
আপনি যদি আমার নিবন্ধগুলি পছন্দ করেন তবে আমাকে প্রশংসা করার জন্য একটি লাইক এবং কমেন্ট দিন।
এই জাতীয় আরও নিবন্ধ পড়তে আমার আইডি @Suvankar SUBSCRIBE করুন।
Wow you spread a very good message. Main should not be so hurry to be rich. If one loves his work properly and doing its with respect this hardworking will brings you prosperity. But reality is most of the man are not aware of this message.