অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কিন্তু প্রত্যেকেরই প্রায়শই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কিন্তু ঝামেলা বাঁধে যারা জানেন না, তাদের। প্রচুর কষ্ট হয় ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, পেন টুল, ম্যাজিক টুল ইত্যাদি ব্যবহার করা ঝামেলাই বটে।
এজন্য আপনাদের জন্য একটি ওয়েবসাইটের লিংক দিচ্ছি যেখানে আপনি খুব সহজে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনার পিকচার কোয়ালিটি যদি ভাল মানের হয় তাহলে প্রফেশনাল মানের পিএনজি ফাইল পাবেন সিউর এবং বুঝায় যাবে না এটি কোন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো চলুন শুরু করা যাক –
১. প্রথমে Remove.bg এই ওয়েবসাইটে ঢুকুন।
২. Upload Image এ ক্লিক করে অথবা পিকচারটি ফোল্ডার থেকে ড্রপডাউন করে এনে এখানে ছেড়ে দিন।
৩. ব্যাস, ওরা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। যদি কোথাও কোন অংশ রিমুভ হয়নি ঠিক মতো তাহলে ৪ নম্বর ধাপ ফলো করুন।
৪. Edit অপশনে ক্লিক করুন, ডান পাশ থেকে Eraser অপশনে সিলেক্ট করে ঐ অংশটুকু মুছে ফেলুন ইচ্ছেমত।
৫. এবার ফাইলটি ডাউনলোড করুন, বেশি রেজুলেশনে ডাউনলোড করতে হলে আপনাকে একাউন্ট ওপেন করতে হবে এবং কিছু টাকা খরচ করতে হবে।
এভাবে আপনি খুব সহজে যত ইচ্ছা তত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং তাদেরকে ঝামেলা এবং সময় খরচের হাত থেকে বাঁচান।
Great ...it is an important article....