বাংলাদেশী হটলাইন সমূহ

3 20
Avatar for Suvankar
3 years ago

🔥হটলাইন 🔥

✅জাতীয় কল সেন্টার : ৩৩৩

✅স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩

✅ আই ই ডি সি আর: ১০৬৫৫

✅বিশেষজ্ঞ হেলথ লাইন: ০৯৬১১৬৭৭৭৭৭

✅ জাতীয় হেল্প লাইন: ১০৯

🔔 এছাড়াও ৩৩৩ নম্বরে ফায়ারসার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশ সেবা পাওয়া যায় ।

✳️৩৩৩ কল সেন্টার

১। নামঃ ৩৩৩

২। শর্ট কোডঃ 333 (যে কোন মোবাইল হতে)

৩। লং কোডঃ 09666789333 ( টেলিফোন ও বিদেশ হতে)

৪। কল চার্জঃ ৬০ পয়সা / মিনিট

৫। অপারেশনঃ ২৪X৭ এবং ১X৩৬৫

৬। উদ্দেশ্যঃ

জাতীয় তথ্য বাতায়নের সকল ওয়েবসাইটের তথ্য প্রদান;

সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য প্রদান;

বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য প্রদান;

সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য প্রদান;

সামাজিক সমস্যা প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট অভিযোগ দাখিল;

✳️বিভিন্ন ধরনের সেবা নিয়ে সাজানো ৩৩৩ হেল্পলাইনে ডায়াল করলে (অন্যান্য সেবার সাথে) আপনি নিম্নোক্ত মূল সেবাগুলো পাবেনঃ

  • এখান থেকে আপনি জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও এই বিষয়ক বিভিন্ন নাগরিক তথ্য পাবেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানকল্পে অভিযোগও জানাতে পারবেন। পাশাপাশি সরকারি সেবা সম্পর্কিত আপনার মতামতও গ্রহণ করা হবে।

  • ভূমি সম্পর্কিত ও ভূমি অফিসের যাবতীয় নাগরিক তথ্য এই কল সেন্টার থেকেই পাবেন।

  • ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয়, যেমন ভেজাল পণ্য উৎপাদন/বিক্রি সংক্রান্ত অভিযোগ করতে পারবেন ও তথ্য দিতে পারবেন।

  • বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং ইত্যাদি সামাজিক সমস্যা থেকে উত্তরণের সমাধান চাইতে পারবেন কিংবা আপনার এলাকায় এ ধরনের ঘটনা ঘটতে দেখলে তথ্য দিতে পারবেন।

  • চোরাচালান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, জুয়া, সরকারি সম্পদ দখল/চুরি প্রভৃতি সম্পর্কে অভিযোগ করতে পারবেন।

  • সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, কর্মকর্তা ও কর্মচারীদের ফোন নম্বর বিভিন্ন সেবার ফরম দিয়েও সাহায্য করা হবে ৩৩৩ হেল্পসেন্টার থেকে।

  • কোনো জায়গা সম্পর্কে জানতে বা কোনো জেলার বিশেষ স্থানসমূহ সম্পর্কে জানতেও এই নম্বরে কল দিতে পারবেন।

  • জরুরি প্রাকৃতিক দুর্যোগেও তথ্যসেবা দিবে ৩৩৩ কল সেন্টার।

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার আইডি @Suvankar 
Sponsors of Suvankar
empty
empty
empty

2
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Suvankar
empty
empty
empty
Avatar for Suvankar
3 years ago

Comments

Onk upokari article

$ 0.00
3 years ago

Thanks dear brother 💝 Please give a like 💝

$ 0.00
3 years ago

Done

$ 0.00
3 years ago