উপকরণ:
গোটা বড় ভেটকি মাছের টুকরো ৬ টা
গন্ধরাজ লেবুর রস ১ টেবিল চামচ
সরষে বাটা ১ টেবিল চামচ
পোস্ত ১ টেবিল চামচ
কাজুবাদামবাটা ২ চামচ
নুন স্বাদ অনুযায়ী
চেরা কাঁচালংকা ৪ টে
হলুদ ১ চিমটে
গ্রেট করা গন্ধরাজ লেবুর সবুজ অংশ ১/২ টেবিল চামচ
সরষের তেল ২ টেবিল চামচ
প্রণালী:
ভেটকি মাছে নুন, লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর মাছের মধ্যে বাটা মশলা ও কাঁচালঙ্কা, নুন, সামান্য চিনি, হলুদ মিশিয়ে ১৫ মিসিট রেখে দিন। এবার মাইক্রো-সেফ পাত্রে মাখা মাছ ঢেলে ঢাকনা আটকে মাইক্রোওয়েভ-এ ১০০% পাওয়ারে ৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ ভেটকি। নামিয়ে আরও একটু লেবুর রস, গ্রেট করা গন্ধরাজ লেবর সবুজ অংশ, ১ চামচ মতো সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।
Dear friend my article like and comments plz .