গান্ধী আশ্রম

4 11
Avatar for Susmita15
3 years ago

সোনামুড়ি, নোয়াখালী-

গান্ধী আশ্রম নোয়াখালীর একটি দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন। নোয়াখালী জেলা সদর মাইজদী কোর্ট হতে প্রায় ২৫ কিঃমিঃ উত্তরে সোনামুড়ী উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কের পাশে এর অবস্থান।

১৯৪৬ সালে জাতিগত সংঘাত রায়টের পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলা এর তৎকালীন বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন যা বর্তমান সোনাইমুড়ি পৌরসভার জয়াগ নামক স্থানে তিনি পরিদর্শনের জন্য গেলে সেখানকার তত্কালীন জমিদার ব্যরিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের একটি ট্রাস্ট এর মাধ্যমে জন্য দান করেন এবং গান্ধীজির নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যা গান্ধীজী আশ্রম নামে পরিচিতি লাভ করে ।

গান্ধি আশ্রমে গান্ধিজির নামে একটি জাদুঘর ও আছে যাতে গান্ধিজির তখনকার নোয়াখালী সফরের একশতাধিক ছবি ও ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে জাদুঘরের ভিতরে কোন ছবি তোলার অনুমতি নেই ।

বর্তমানে আশ্রমটি একটি ট্রাষ্ট হিসেবে পল্লি উন্নয়নের ব্রতে কাজ করে যাচ্ছে।

5
$ 0.00

Comments

This is my favourite place and wonderful place . Your like comments done .

$ 0.00
3 years ago

Good work

$ 0.00
3 years ago

please like comments subscribe to me if you can♥️

$ 0.00
User's avatar N7
3 years ago

very nice article. Done subs

$ 0.00
3 years ago