0
9
বন্ধুরা আামাদের চারপাশে রয়েছে অনেক গাছ।যেগুলো পাতা,ফুল,ফল আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করি।অনেকেই জানি এগুলোর নানা উপকারীতার কথা।যারা জানেন না তারা জেনে নিন,আশা করি আপনাদের অনেক কাজে দেবে।যেমনঃ
•চা-পাতা-হার্টের সমস্যা রোধ করে।হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমাতে মিয়মিত চা-পাতা দিয়ে দুই কাপ চা পান করতে হবে।
•পুদিনা পাতা-এটি পেট খারাপ প্রশমিত করতে দারুণ কার্যকর।
•পুদিনা পাতা-এটি দিয়ে চা তৈরি করে পান করাই অসাধারণ এবং জনপ্রিয় একটা উপায়।
•আদা-এটি বমি বমি ভাব দূর করে।আদা সরাসরি কুচি করে খেলে অথবা চা এর সাথে পান করলে উপকার পাবেন।
•ল্যাভেন্ডার-মানসিক চাপ,দুশ্চিন্তা দূর করতে ভালো কাজ করে।ল্যাভেন্ডার সমৃদ্ধ তেল,লোশন বা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়।
•দারচিনি-দারচিনি আমাদের শরীরে শর্করা ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।বিভিন্ন খাবার ও পানীয়তে এটি যোগ করা যেতে পারে।
•গাঁদা ফুল-শরীরের প্রদাহ ও ক্ষত ও সংক্রমন সারাতে কাজ করে গাঁদা ফুলের রস।গাঁদা ফুলের নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে রোধ প্রতিরোধ বাড়াতেও সাহায্য করে।
•রোজমেরি- স্মরণ শক্তি বাড়াতে ব্যবহার করতে পারেন রোজমেরি।সুগন্ধি বা এসেনসিয়াস অয়েল হিসেবে এটি ব্যবহার করা হয়।
•প্যাশন ফুল-উদ্বেগ কমাতে কাজ করে প্যাশন ফুল। প্যাশল ফুলের তৈরি চায়ে আপনি একই সঙ্গে পাবেন মিষ্টি ও সুন্দর গন্ধ।
•চন্দ্রমল্লিকা -এটি আপনাকে চা হিসেবে পান কংরতে হবে।তবে চীনে এটি ঠান্ডাজনিত রোগের কারণে ঔষধি হিসেবে ব্যবহার করা হয়।
•মৌরিবীজ-কোষ্ঠ্যকাঠিন্য ও এসিডিটির সমস্যা নেই এমন মানুষ বোধহয় খুব কম আছে।এই সমস্যা থেকে মুক্তি পেতে মৌরি বীজ চিবিয়ে খান।
•তুলসী পাতা-সব থেকে উপকারী পাতাটি দিচ্ছি সবার শেষে।জ্বর,গলা ব্যাথা,সর্দি-কাশি,ত্বক ও কিডনির সমস্যা সমাধানেে তুলসী পাতার রস মধু দিয়ে পান করলে দ্রুত আরোগ্য লাভ করবেন।