ভালোবাসার অনুভূতি কি চিরন্তন??

1 16
Avatar for Susmita
3 years ago

সবাই বলে ভালোবাসার অনুভূতি নাকি চিরন্তন।অর্থাৎ ভালবাসলে স্থান-কাল-পাত্রভেদে সবার অনুভূতি নাকি একই হয়।যেমন ধরুন শতবর্ষ আগে কোনো যুবক প্রেমে পড়লে তার অনুভূতি যেমন হতো,শতবর্ষ পরে এসেও প্রেমিকের মনের আকুলতা নাকি একইরকমি হয়।ভাবুন তো একটু,বিষয়টি আসলেই এরকম???

একটা সময় যখন ছিল যখন ছেলে-মেয়েরা লুকিয়ে চুরিয়ে প্রেম করত। দেখা করাটা ছিল এক দুঃসাধ্য ব্যাপার।দূর-দূরান্ত থেকে চিঠি দেওয়া-নেওয়া নিয়ে প্রেম হতো অনেকের।ভালোবাসার মানুষের একটি চিঠি পেলেই যেনো প্রেমিক-প্রেমিকার মনে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অনুভূতি জাগতো।কারো কারো হয়ত দেখা হতো কয়েক মাস বা বছর পেরিয়ে যাবার পর।প্রেমিকাকে একনজর দেখার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে এসে বিফল হয়ে ফিরে গেছে প্রেমিক,এমন ঘটনাও ঘটত প্রচুর।আর একটা বার প্রেমিকার হাতটা ধরতে পারলে জীবন ধন্য হয়ে যেতো যেনো প্রেমিকের।

কিন্তু এখন দিন বদলেছে,প্রেমিকার দেখা পেতে প্রেমিককে আর দূর-দূরান্ত পাড়ি দিতে হয় না। সমাজ সংসারের তোয়াক্কা না করে অনেকটা ভয়-ডরহীনভাবেই চলে দেখা করা,ঘুরে বেড়ানো।কিন্তু সেই যে, প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য তীব্র ইচ্ছা কিংবা প্রেমিকাকে একটি বার দেখার নির্নিমেশ সুখ,সেটা কি এখনকার প্রেমিকদার মনে দোলা দিয়ে যায়??এই প্রজন্মের প্রেমিকরা হয়ত সেই আকুলতাটা অনুভবই করতে পারেন না।কিন্তু প্রিয় মানুষটিকে শুধু একটি বার দেখতে তাদের দূর-দূরান্ত পাড়ি দিতে হয় না।

প্রযুক্তি যেনো এখনকার প্রেমিক-প্রেমিকাদের অনেকটাই কাছে এনে দিয়েছে।স্মার্ট ফোনের স্ক্রিনে একটু স্পর্শে কপোত-কপোতীরা এখন প্রিয় মানুষটিকে দেখে নিতে পারেন।ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলে মনের সব অনুভূতিই প্রকাশ করতে পারেন।প্রেমিকের দৃষ্টির মাঝে তার না বলা কথা গুলো খুঁজে নিতে এখন আর প্রেমিককে বেগ পেতে হয় না।সব অনুভূতি গুলো যেনো এখন হারিয়ে গেছে।তার মানে কি এটাই যে,যুগের পালা বদলে ভালোবাসার অনুভূতিই বদলে গেছে???নাকি সত্যিকারের ভালোবাসা এখন হারিয়ে যেতে বসেছে??নাকি বলবো ভালবাসা এখন রং পাল্টাচ্ছে???

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments

Nice story sister

$ 0.00
3 years ago