সন্ধ্যামালতী ফুল

6 15
Avatar for Susmita
3 years ago

বসত বাড়ির আঙিনা বা বাগানের অলংকার সন্ধ্যামালতী নিয়ে চলুন আজ আলোচনা করা যাক।

'সন্ধ্যামালতী'

ঠিক সন্ধ্যা নামার মুখে সূর্য যখন তেজ ছেড়ে নরম আলো বিলায়,রাতের আধাঁর যখন আসবে বলে উঁকিঝুঁকি দেয়,তখনি নিজের সব টুকু রূপ ছড়িয়ে ফোটে এক ফুল।যার নাম সন্ধ্যামালতী।কেউ কেউ ভালোবেসে তার নাম দিয়েছেন সন্ধ্যামণি,কেউবা কৃশ

রঙের বাহারে পরিপূর্ণ এক ফুল সন্ধ্যামালতী।এই ফুল সব থেকে বেশি দেখা যায় গাঢ় গোলাপী রঙের হয়।তবে হলুদ রঙেরও অনেক হয়।আবার কখনো দেখা যায় ধবধবে সাদা কিংবা টকটকে লাল রঙের।নিজের ইচ্ছে হলে এক ফুলেই নিজেকে দুই রঙে সাজায় এই সন্ধ্যামালতী।কিছু সন্ধ্যামালতী বাতাসে ছড়িয়ে দেয় মিষ্টি সুগন্ধি,কেউ বা দিয়েছেন কৃষ্ণকলি।

আমার বাসায়ও সন্ধ্যামণি গাছ আছে।আমার গাছের ফুল গুলোও গাঢ় গোলাপী রঙের আমি এগুলো খুবই এগুলোর যত্ন করি। সন্ধ্যায় যখন ফুল ফোটে,দেখতে এগুলো দেখতে খুবই ভলো লাগে।

এই ফুল গুলো আমার সন্ধ্যামালতী গাছের।দেখুন কত সুন্দর করে ফুটে রয়েছে।

এই সন্ধ্যামালতী গাছে সারা বছরই ফুল ফোটে,তবে খুব বেশি ফোটে বর্ষা ও শরতে।কিছুটা আদুরে স্বভাবের এই গাছ। অতিরিক্ত রোদ তার পছন্দ না আবার স্যাঁতস্যাঁতে জায়গাও পছন্দ নয়।মূলত আবছা আলো-ছায়াযুক্ত স্থানই এর জন্য দরকার।

সন্ধ্যামালতী গাছকে ইংরেজিতে ফোর ক্লকও বলা হয়। বাংলায় সন্ধ্যামালতী নামের সঙ্গে যেহেতু সন্ধ্যার সম্পর্ক রয়েছে ঠিক ইংরেজি ফোর ও ক্লক নামের সঙ্গে রয়েছে সম্পর্ক।দুপুর গড়িয়ে ৪ টা নাগাদ যখন সন্ধ্যা আগমনী প্রহর শুরু হয়, তখনই ফোটে এই ফুল।

ফুল আমাদের চারপাশে সৌন্দর্য ও সুগন্ধি বয়ে আনে।আমাদের ঘরের চারপাশে যদি ফুলের গাছ থাকে তাহলে মনও এমনিতেই ভালো থাকে।আপনারাও সবাই ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ফুলের গাছ লাগান।আর অন্যান্য গাছের সাথে যদি আপনি সন্ধ্যামালতী গাছ লাগান তবে আপনি সারাদিনের অন্যান্য ফুলের সাথে রাতের বেলা ও এই ফুলের সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন।

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Susmita
3 years ago

Comments

অনেক সুন্দর হয়েছে লেখাটি এবং অনেক তথ্য পেলাম আপনার থেকে।।আশা এরাকম আরো সুন্দর article লিখবেন। I have subscribed to you, I hope you will subscribe to me.

$ 0.00
3 years ago

nice picture...hi susmita...amar post o dekhe asun..

$ 0.00
3 years ago

সত্যিই এই ফুলটা খুবই ভালো দেখতে। বাড়ির আশপাশে এই ফুলগাছ অনেক দেখা যায়। এবং বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে।

$ 0.00
3 years ago

জ্বি ভাইয়া ঠিক বলেছেন।

$ 0.00
3 years ago