রান্নার টিপস-(পার্ট-২)

7 28
Avatar for Susmita
4 years ago

হ্যালো ফ্রেন্ডস,

সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভালো আছেন।

আমিও খুব ভালো আছি।

আমি @Susmita আজকে আপনাদের জন্য রান্নাঘরের দুর্গন্ধ দূর করার ১০ টি টিপস নিয়ে হাজির হলাম।

চলুন শুরু করা যাকঃ

★কীভাবে রান্নাঘরের দুর্গন্ধ দূর করবেন??

রান্নাঘরে বাজে দুর্গন্ধ হয়না,এমন লোক খুঁজলেও মিলবেনা।বাথরুমের পরেই সবচেয়ে দুর্গন্ধ স্থানই হচ্ছে রান্নাঘর।যতই পরিষ্কার করুন না কেন,বাজে গন্ধ একটা থেকেই যায়।নিজের কাছেও খারাপ লাগে এমন পরিবেশ,তাই না??তাই শুধু রাঁধলেই হবে না,জানতে হবে রান্নাঘর পরিষ্কার রাখার কৌশল।

রান্নাঘর পরিষ্কার রাখার কৌশল গুলো হলোঃ

১.ময়লা রাখার জন্য অবশ্যই ঢাকনা ওয়ালা ঝুড়ি ব্যবহার করুন।আর মাছ-মাংস ইত্যাদি কাঁচা উচ্ছিট কাগজ বা প্যাকেট মুড়িয়েই ময়লার ঝুড়িতে ফেলুন।

২.আপনার থালা বাসন ধোয়ার স্পঞ্জটি প্রতি সপ্তাহে বদলে ফেলুন।কেন বলছি জানেন?স্পঞ্জটি নাকের কাছে নিন,তাহলেই বুঝতে পারবেন,এই বস্তুটিই হলো দুর্গন্ধের প্রধান উৎস।

৩.পানির সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করুন।

৪.রান্নাঘরের চারদিকে ভ্যাপসা গন্ধ হয়ে গেলে,লেবু বা কামলার খোসা জ্বাল দিন,সাথে কয়েকটি দারুচিনি যোগ করুন।দেখবেন গন্ধ চড়াচ্ছে।এটি রান্নাঘরের দুর্গন্ধ তাড়াতে একটি ভালো উপায়।

৫.রান্নাঘরের কোথাও একটি বাটিতে বেকিং সোডা ভরে রাখুন।বাজে গন্ধ শুষে নিবে।

৬.রান্নাঘরে ব্যবহারের জন্য পছন্দের এয়ার ফ্রেশনার অবশ্যই কিনে নিবেন।

৭.রান্নাঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা রাখুন।রান্নার ধোঁয়া যেন বের হয়ে যেতে পারে সেভাবেই ব্যবস্থা করুন।

৮.মাসে একবার রান্নাঘর গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন।

৯.থালা বাসন বেসিনে জমিয়ে রাখবেন না।প্রয়োজন পক্ষে পানি দিয়ে ধুয়ে পরে মাজার জন্য রেখে দিন।

১০.ভাজা পোড়ার পুরোনো তেল জমিয়ে রাখবেন না।তেল চিটচিটে কিছুই জমিয়ে রাখবেন না।

আশা করি,টিপস গুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে।তাই রান্নাঘর পরিষ্কার রাখতে টিপস গুলো মেনে চলুন।

সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

9
$ 0.00
Avatar for Susmita
4 years ago

Comments

রান্নাঘর অস্বাস্থ্যকর থাকলে আমরা নিজেরাও অসুস্থ হয়ে পরবো। তাই আমাদের রান্না করে রান্নাঘরটি পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমরা নিজেরাও সুস্থ থাকব। এরকম আরো শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

আপনাকেও ধন্যবাদ আপু, সুন্দর একটা কমেন্ট করার জন্য

$ 0.00
4 years ago

রান্নাঘর যদি নোংরা বা ময়লাযুক্ত হয় তাহলে আমরা বিভিন্ন অসুখে আক্রান্ত হতে পারি। তাই আমাদেরকে আমাদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে আমরা সুস্থ সবল থাকতে পারি।ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমাদের অবগত করার জন্য।

$ 0.00
4 years ago

ইউ ওয়েলকাম☺

$ 0.00
4 years ago

Thanks you so much for your kind information.thanks for great ful tips.i will try this tips.keep it up

$ 0.00
4 years ago

And thank you too appi for trying my tipes☺

$ 0.00
4 years ago

Of course.

$ 0.00
4 years ago