পথ শিশু,পথ শিশু
পথ ছাড়া তার নেই তো কিছু।
পথ শিশু পথের রাজা
বিনা দোষে পায় সে যে-
কত রকমের সাজা।
পথ হলো তার ঠিকানা
জীবনের স্বপ্ন গুলো থাকে অজানা।
রোদের প্রখর তাপে পুড়ে
কখনো ঝড়-বৃষ্টিতে ভিজে
কখনো কাঁপে কনকনে শীতে,
আনাহারী হয়ে তারা-
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে।
কখনো ক্ষুদার জ্বালায়
একটু খাবার খুঁজে, বেড়ায়
ডাস্টবিনের ওই রাস্তার মোড়ে।
যদি একটু খাবার জোটে
তবে মুখে একটু হাসি ফোটে
কেউ ফুল বিক্রি করে পথের ধারে
কেউ ঘুরে বেড়ায়
শপিংমলের সামনের চত্বরে।
কেউ করে কুলির কাজ
কেউ বা আবার হয় দড়িবাজ।
অবহেলা আর অনাদরে-
সারাদিনের ক্লান্তি শেষেে
ঘুমিয়ে পড়ে সেই পথেরই ধারে।
কোনো এক ঈদ আনন্দে উৎসবে
হয়তো পায় একট রঙিন জামা,
আর সারাটি বছর কাটে তার
অবজ্ঞা আর অবহেলায়।
পথ শিশু আছে যারা
জীবনটা হয় তাদের ছন্নছাড়া,
শিক্ষার পরিবেশ কখনো পায় না তারা।
ভাগ্যের নির্মম পরিহাসে-
চলছে পথ শিশুর জীবনের চাকা।
দিনে দিনে বেড়েই চলেছে
পথ শিশুর শাখা-প্রশাখা।
ভাগ্য দেবীর সাথে তাদের
কখনো হয় না তো দেখা।