read.cash
Login
প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস-(পার্ট-১০),গলা থেকে কাঁটা নামানোর পদ্ধতি
2
10
Written by
Susmita
Susmita
God is well
4 years ago
In
community
:
We are Bangladeshi
(1bc0)
হ্যালো ফ্রেন্ডস,
শুভ সকাল।
সবাইকে জানাই মিষ্টি রোদের শুভেচ্ছা।
সবাই কেমন আছেন??
আশা করি ভালো আাছেন সবাই।
আমিও খুব ভালো আছি।
আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এলাম।যেটা আমাদের দৈনন্দিন জীবনেে অনেক সময় প্রয়োজন হয়ে দাড়ায়।
চলুন শুরু করা যাক,সেই বিষয়ে।
গলায় কাঁটা ফুটলে কী করবেন????
আমরা সবাই সচারাচরই মাছ খাই।এবং মাছ খেতে খেতে অনেক সময় আমাদের গলায় কাঁটা আটকে যায়।এই কাঁটা নামানোর জন্য কিছু সহজ উপায় রয়েছে।যেমনঃ
১.কোক
-বাড়িতে কোক জাতীয় পানীয় থাকলে তা খেয়ে নিন।এটা হলো কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি।গলায় কাঁটা আটকে গেলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন।এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে।
২.অলিভ ওয়েল।
-তেল পিচ্ছিল পদার্থ।আর অলিভ ওয়েল কাঁচা খেলেও সমস্যা নেই।তাই বাড়িতে অলিভ ওয়েল থাকলে ১ চামচ খেয়ে নিন।কাঁটা পিচ্ছিল হয়ে নেমে যাবে
৩.পাঁতি লেবুঃ
-গলার কাঁটা নিমিষেই নরম করে তুলতে পারে পাঁতি লেবু।তাই গলায় কাঁটা ফুটলে আগে একটি লেবু কাটুন।তারপর তাতে নুন মাখিয়ে রস খেয়ে নিন।কাঁটা নরম হয়ে নেমে যাবে।
৪.সাদা ভাতঃ
-সাদা শুলনো ভাতের ছোট ছোট বল বানিয়ে চটপট পানি দিয়ে গিলে ফেলতে হবে।মনে রাখবেন,শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা জেদি কাঁটা নামতে পারবে না।
৫.ভিনেগারঃ
-গলার কাঁটা নামাতে দারুণ কাজ করে ভিনেগার। পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে খেয়ে নিলে নিমিষেই কাঁটা নেমে যাবে।
৬.হোমিওপ্যাথি ঔষধঃ
- বাড়িতে এক শিশি সাইলেশিয়া রাখুন।এই বড়ি গলায় ফুটে থাকা কাঁটা,বিশেষকরে খই মাছের খতরনাক কাঁটা গলিয়ে যন্ত্রনা মুক্ত করতে পারবে আপনাকে।
৭. কলাঃ
-কলা পিচ্ছিল,তাই গলায় কাঁটা ফুটলে আগে একটি কলা খেয়ে নিন এতে করে কাঁটা কখন নেমে যাবে টেরই পাবেন না।
৮.পানিঃ
-উপরে উল্লেখিত কোনো উপাদানই যদি হাতের কাছে না পাই,তাহলে অনেক পরিমাণ পানি খেয়ে কাঁটা নামিয়ে ফেলতে হবে আপনাকে। ভালো হয় যদি গরম পানির মধ্যে নুন মিশিয়ে খান।তাতে কাঁটা নরম হয়ে নেমে যাবে।এবং আপনি কাঁটা ফোটার যন্ত্রনা থেকে মুক্তি পাবেন।
আশা করছি গলায় কাঁটা ফুটলে, কাঁটা নামানোর টিপসগুলো আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন।সবার সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ।
4
$ 0.00
Written by
Susmita
Susmita
God is well
4 years ago
In
community
:
We are Bangladeshi
(1bc0)
Comments
Register to comment
Nice articles dear
$ 0.00
alauddin
4 years ago
Thanks
$ 0.00
Susmita
4 years ago
Nice articles dear