হ্যালো ফ্রেন্ডস,
আশা করি সবাই ভালো আছেন।
আমিও খুব ভালো আছি।
আমি @Susmita কয়েকদিন আগে আপনাদের সাথে হুমায়ন স্যারের প্রথম ১০ টি বণী শেয়ার করে ছিলাম।আজকে আপনাদের সাথে হুমায়ূন স্যারের বাণীসমূহের ২য় পার্ট শেয়ার করছি।
আশা করি আপনাদের ভালো লাগবে।
হুমায়ুন আহমেদ এর বাণী সমূহঃ
১১.কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে,আবার কারো কারো কাছে ভাগ্য নিজে এসেই ধরা দেয়।
১২.সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না।মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে।
১৩.বয়সকালে মানুষ ছোটো-খাটো ভুল করে থাকে।ছোট খাটো ভুল যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল।
১৪.কখনো কখনো তোমার মুখ বন্ধ রাখতে হবে।গর্বিত মাথা নত করতে হবে,স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।এর অর্থ তুমি পরাজিত নও,এর অর্থ তুৃমি পরিণত। এবং শেষ বেলায় জয়ের হাসি না হাসার স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞা।
১৫.কাজল ছাড়া মেয়েদের দুধ ছাড়া চিনির মতো লাগে।
১৬.ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না।জাগে সহানুভূতি।
১৭.মানুষ ট্রেইনের মতো এক লাইনে চলে।তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়।
১৮.চাঁদের মতো বিসালতা মানুষের মাঝেও আছে।চাঁদ এক জীবনেে বার বার ফিরে আসে।ঠিক প্রিয় বা অপ্রিয় মানুষ যেইক হোক না কেন একবার চলে গেলে আবার ফিরে আসে।
১৯.প্রতিটা দুঃসংবাদের সাথে একটি সুসংবাদ থাকে।
২০.মানুষ শুধু যে মানুষের কাছ থেকেই শিখবে তা নয়।পশুদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়।
হুমায়ূন আহমেদ স্যার💓
সবার সুস্থতা কামনা কররছি
ধন্যবাদ।
Nice