স্মৃতির পাতা থেকে

1 9
Avatar for Sunshine11
4 years ago

আরো একটা গোলাপ ফুল। অনেক বছর পর ডায়রির পাতা থেকে হঠাৎ কিভাবে যেন বের হয়ে গেল, মনে হয় অন্ধকারে পড়ে থাকতে থাকতে ওর জীবনটা একেবারেই নিস্তেজ। শুকিয়ে একদম শুকনো পাতার মতো হয়ে গেছে। এর আত্মকাহিনী কি লিখবো!! আমার সেই সনাতন নিয়মের দু'চারটা লাইন কবিতা দিয়ে এর কিছু মর্মকথা প্রকাশ করছি 💝

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন মনে রাখো তারে ,

ভুলে যাও তারে ভুলে যাও একেবারে

আমি গান গাহি আপনার দুঃখে

তুমি কেন আসি দাঁড়াও সমুখে,

আলেয়ার মত ডাকিও না আর নিশীথে অন্ধকারে।

দয়া করো ,দয়া করো ,আর আমারে লইয়া

খেলোনা নিঠুর খেলা ।

শত কাঁদিলেও ফিরিবে না সেই শুভ লগনের বেলা ।

আমি ফিরি পথে তাহে কার ক্ষতি

তব চোখে কেন সজল মিনতি

আমি কি ভুলেও কোনদিন এসে দাঁড়িয়েছি তব দ্বারে

ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।

স্মৃতি এক জাদুকরি মেয়ে ।কারো কারো স্মৃতি এক স্পর্শমণি ।স্মৃতির আঘাতে কবি চিত্তে জন্ম নেয় অমর কথা।

পূজারিণী কবিতায় নজরুল লিখেছেন ,তার শিল্পী মনে জন্ম নেওয়া কিছু কথা ।শুধু কবি নয় এ কথাগুলো সাধারণ মানুষের সাথে মিলে যায়, শুধু প্রকাশ করার ভঙ্গি আলাদা। হয়তো এর কিছু আমারও মনের কথা🧡

মোরে মনে পড়ে

একদা নিশীথে যদি প্রিয়

ঘুমায়ে কারো বুকে অকারণে বুক ব্যথা করে, মনে করো- মরিয়াছে ,গিয়াছে আপদ ।

আর কভু আসিবেনা,

উগ্র সুখে কেহ তব চুমিতে ত্ত-পদ-কোকনদ ।মরিয়াছে- অশান্ত অতৃপ্ত চির-স্বার্থপর লোভী, অমর হইয়া আছে-রবে চিরদিন তব প্রেমে মৃত্যুঞ্জয়ী

ব্যথা বিষে নীলকন্ঠ কবি।

💔💔💔💔💔💔💞💞💞💔💔💔💔💔

প্রেমও এক প্রকার মৃত্যু। তাই কবি বলেছেন-

"সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে"

আমার লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ,আর সাথে থাকবেন । ধন্যবাদ

2
$ 0.00
Sponsors of Sunshine11
empty
empty
empty
Avatar for Sunshine11
4 years ago

Comments