"পায়ের নীচে সন্তানের বেহেস্ত"

1 7
Avatar for Sunshine11
4 years ago

"পায়ের নীচে সন্তানের বেহেস্ত"

#'বুঝলা বড় বউ মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত।

'জ্বী আম্মা।

' বড় বউ মায়ের জন্য করবা আল্লাহ তোমারে সুখ শান্তি সব দান করবে।

'জ্বী আম্মা, তাহলে তো আপনার মেঝো বউয়ের বেহেস্ত পাক্কা।

'কেমনে, ওই হারামজাদী আমার কোন খোজ রাখে? নিজে কামাই কইরা একপয়সাও কী আমার হাতে তুইলা দিছে? আছে খালি নিজের ভাই বোন আর মারে নিয়া।

'কী কন আম্মা, আপনার মেঝ বউ মা কতো ভালো! তার বাবা মারা যাওয়ার পর সে পুরো সংসারটার হাল ধরছে। স্বামীর সংসারে না আইসা মায়ের কাছেই থাকে। নিজে রোজগার করে ছোট ভাই বোন দুইটারে পড়াশোনা করাইয়া শিক্ষিত করছে। এক এক জন এখন প্রতিষ্ঠিত। অসুস্থ মার দেখাশোনা করছে। সে না থাকলে তো তার সংসার এতদিনে ভেসে যাইতো।

'হইচে ওর নাম আর আমার সামনে মুখে নিবা না।

'কেন মা? সে তো বেহেস্তে যাবে। আর আমারে দেখেন, বাবা শিক্ষিত করে বিয়ে দিলো। একটা ছেলেও নাই তাদের অথচ আমি তাদের কোন সাহায্যই করতে পারছি না। স্বামী সংসার শশুড় শাশুড়ি আর বারো ক্যাচাল নিয়ে জীবন পাড় করছি। আমার কী হবে মা? আপনার বড় ছেলে তো বেহেস্তে যাবে, সে তো মা বলতে অজ্ঞান। কিন্তু আমার কপালে তো আর বেহেস্ত জুটলো না।

'শোন শাশুড়ির জন্যও করতে হয়। এই যে আমার লইগ্গা তুমি করতাছো, আমি কী তোমারে দোয়া করতাছি না। এইডা কম কী?

জ্বী আম্মা, ঠিক বলছেন।

'শোন বড় বউ, শাশুড়ির পায়ের নীচেও বেহেস্ত ।

'জ্বী আম্মা, এই কথাটা আমি যেমন বুঝি, আপনার বড় ছেলেরেও একটু বুঝাইয়া বইললেন।

2
$ 0.00
Sponsors of Sunshine11
empty
empty
empty

Comments