2
19
প্রিয় যদি যাই কভু চলে
বুঝে নিও কোন ব্যথার পাহাড় ,
এসেছিল পথ ভুলে ।
ভুলে গিয়ে নিজ অস্তিত্ব
চেয়েছিল সুখ দিতে ।
অদৃষ্টের কষাঘাতে মাতাল ঘুম ভাঙে
নিজ অস্তিত্তেরে পরে যায় মনে
সুখ দেয়া হলো না তাই
দুঃখই গেলো দিয়ে
তবু কেনো মন চায় পিছু ফিরে ,
আজও দেখার স্বাদ মিটেনি যে তোমারে।
অতৃপ্ত নয়ন চেয়ে রয় পথ পানে।
সেই চেনা সুর বারবার কেন বাজে?
দৌড়ে গিয়ে দাঁড়ায় দুয়ার পানে।
কি হবে আর মনরে বুঝায়ে,
বিদায়ের করুন সুর বেঁজেছে সজোরে ।
আবারো পথ রইবো চেয়ে
কবে হবে দেখা বন্ধু ,তোমার সাথে!!
ভালবাসাটা বড় অদ্ভুত প্রকৃতি। যতক্ষণ না প্রকাশ পায় ততক্ষন তার গভীরে রয়ে যায়।সত্যিকারে ভালোবাসা একদিন না একদিন তার কাছে প্রকাশ পাবে সে আসবে ফিরে তার সততার মূল্য নেয়ে।জীবনে হতাশ হতে নেই আশায় আশায় আলোকিত দিন গুণতে হয়" একদিন সে আশার আলো চোখে দেখা দেয়। মন ছুঁয়ে গেছে আমার সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এমন ধরনের মন ছুঁয়ে যাওয়া কবিতা আমাদের সাথে ভাগাভাগি করবেন ধন্যবাদ।