হে রমনী,বসে কেন আছো মেলে পা'দুখানি?
কার লাগি বল, অশ্রুভরা নয়ন তোমারি?
কার লাগি বলো, তোমার এই জ্বালা?
আর বেশি নাই শেষ হতে এই বেলা ।
সন্ধ্যা নামে নামে ঘরেতে প্রদীপ আলো জ্বালা।
অপেক্ষায় তুমি আছো যার,
আসবে কি ফিরে সে আর?
মুখেতে বালিশ চাপিয়া,কেঁদো না তুমি আর। কাঁদিয়া কাঁদিয়া রাত যে পোহাবে,
আসবেনা ফিরে সে আর।
যে গেছে তোমারে আঘাত করিয়া।
কাঁদো কেন তুমি তার লাগিয়া?
যে দিল তোমারে শুধুই ছলনা ,
কেন তার লাগি তোমার বেদনা ।
যে তোমারে করিল নিঃস্ব,
কেন তার লাগি তোমার সর্বস্ব?
যে তোমারে করিল কালো,
তার লাগি কেন তোমার এই জীবনের আলো?
যে তোমারে ফেলিয়া গেছে শুধুই অন্ধকারে ।
তাহারে তুমি দাও মুছিয়া,জীবনের পাতা থেকে ।সামনে তুমি যাও এগিয়ে ,আমরা তোমার সাথে ।অন্ধকারে আর থেকোনা বসিয়া।
প্রদীপ আলো জ্বালো-রে....
কি বলবো আর বলার কিছুই নাই। অনেক সুন্দর কবিতা। প্রেম করতে ইচ্ছে করে কবির সাথে । খুব সুন্দর হইছে।।।