জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা, তাতে কেটে যাবে ৭০ বছর, জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে, আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে, আল্লাহ্ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন,, ----"কেমন লাগলো? ----"সকলেই জবাব দিবে, খুব ভালো, ----"আল্লাহ্ বলবেন," এর চেয়েও ভালো শোনো। জান্নাতবাসী বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি, তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে বলবেন, ---- "হে দাউদ এবার তুমি শুনাও" দাউদ (আঃ) বলবেন, ----"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে ছিল যবুর শরীফে, আল্লাহ্ বলবেন, ----তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও। # হযরত দাউদ (আঃ) কোরআনের " একটি সুরা শোনাবেন! জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ্ আবার বলবেন,---"কেমন লাগলো? "জান্নাতিরা বলবে,--- মারহাবা, খুব ভালো লাগলো। আল্লাহ্ বলবেন, এর চেয়ে ভালো শোনো, জান্নাত বাসীরা, বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি হতে পারে, আল্লাহ্ পাক রাসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন, ----হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান! # রাসুলুল্লাহ্ (সাঃ) কোরআনের হৃদয় "সুরা ইয়াসিন" তেলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে," আল্লাহু আকবার " আল্লাহ্ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো?জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ্ সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো! # আল্লাহ্ বলবেন,"এর চেয়েও ভালো আছে, "জান্নাতবাসী অবাক হয়ে বলবে, আল্লাহ্ এর চেয়ে ভালো কিছু আছে, আল্লাহ্ জবাব দিবেন, "এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব! আল্লাহ্ বলবেন, "রিজওয়ান (একজন ফেরেস্তা) পর্দা সরিয়ে দাও, আজ আমার বান্দা আমার দীদার করবে, আমাকে দেখবে, "আল্লাহু আকবার"! পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দীদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দা অস্থীর হয়ে যাবে তখন ----শেষে আল্লাহ পাক সুরা আর রহমান পাঠ করবেন তখন মানুষের অবস্থা কি যে হবে আল্লাহ ভাল জানেন। জান্নাতের হুর কি, শরাব কি, নহর কি, ফল কি, সব কিছুকে মূল্যহীন মনে হবে বান্দা বলবে, "আল্লাহ্ কিছুই চাইনা, শুধু তোমার দীদার চাই!তোমাকে দেখতে চাই, "আল্লাহ্ আমাদের কে জান্নাতে কবুল করুন" । আমিন,
1
9