'অবিশ্বাস বিশ্বস্তের উপর, মন্তব্য,না জেনেই'

3 7
Avatar for Sumu
Written by
3 years ago

“ 'অবিশ্বাস বিশ্বস্তের উপর, মন্তব্য না,জেনেই'–

“মানুষ বড়ই বৈচিত্র্যময়। মানুষের জীবনটাও এর বিপরীত কিছু নয়। মানুষের মনে অনুভব করা সবচেয়ে শক্ত অনূভুতি হচ্ছে বিশ্বাস, আবার এটাই সবচেয়ে ভংগুরও। আমরা বিশ্বাস করতে, আস্থা আনতে মাসের পর মাস, বছরের পর বছর লাগিয়ে দিই। কিন্তু সেটা হারিয়ে অথবা ভেঙে ফেলতে কয়েক সেকেন্ড। মানুষ অনেক সময়ই খেলার আগে টস করে। একটা কয়েন দিয়ে নিশ্চিত করা হয় কে টস বিজয়ী আর কার পরাজয় হয়েছে।ঐ কয়েনের যে পাশটা একদলের জন্য বিজয়, ঐ পাশটাই অপর দলের পরাজয়। কিন্তু আসল বিজয়ী কে হবে সর্বশেষে,সেটা নিয়ে তখন কারো মাথা ব্যথা থাকে না, পরাজিত দলটার মন ভার হয়ে যায়। কিন্তু সে একবার এটা ভাবে না যে কয়েনের এ পাশটা তাদের জয়ের প্রশান্তিও এনে দিতে পারে। আমরা মানুষরা বিশ্বাস আর কারো গল্পের শুরুটা না শুনেও,শেষটা শুনে তার উপর মন্তব্য করার ক্ষেত্রেও ঠিক তেমনি। বছরের পর বছর কারো গড়ে তোলা বিশ্বাসকে চাক্ষুষ দেখা বিভ্রান্তির কারনে অবিশ্বাসের আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেই। আবার কারো জীবনের সবটা না জেনেই লোক মুখে বলা কিছু অধ্যায় শুনে তাকে ভালো বা খারাপ, চরিত্র বান বা দুঃচরিত্রের ট্যাগ লাগিয়ে দিই। কয়েনের এই পাশটা দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। কখনো কি ভেবে দেখা হয় আসলে কয়েনের ওপাশটাতে কি ছিল বা আছে? কখনো কি জানার চেষ্টা করা হয় পরিনতিটা কেন এমন হলো? যার এত বছরের গড়ে তোলা বিশ্বাসের উপর অবিশ্বাস করা হয়, তার কারন টাকি খোঁজা হয়েছে? আসলেই কি আমাদের ধারণা আর ভাবনা কি সঠিক?”

3
$ 0.00

Comments

Believe is important. Always believed in your self. Best of luck

$ 0.00
3 years ago