রসুনের আচার

12 14
Avatar for Sumi_kaisar
3 years ago

উপকরণঃ

১/ বড় রসুন আস্ত ৫-৬ টা।

২/ সরিষার তেল ২ কাপ।

৩/ রসুন বাটা ২চা চামচ।

৪/ পাঁচফোড়ন ১ চা চামচ।

৫/ হলুদের গুড়ো ১/২ চা চামচ।

৬/ মরিচের গুড়ো ২।চা চামচ।

৭/ লবন পরিমাণ মতো।

৮/ তেতুলের মাড় ১-২ কাপ

৯/ শুকনা মরিচ আস্ত ৪-৫ টা

১০/ কাচামরিচ ১০-১৫ টা

১১/ সিরকা ২ টেবিল চামচ।

১২/ সরিষ বাটা ১৫ গ্রাম।

১৩/চিনি ১ কাপ।

প্রনালিঃ

প্রথমে একটি পাএে রসুনগুলোকে কুয়ো কুয়ো করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে।

তারপর রসুনের কোষগুলো আলাদা করে ছাড়িয়ে নিতে হবে এবং পানিতে লবণ মিশিয়ে এ কোষগুলো ১০-১৫ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।

তারপর চালুনীর সাহায্যে রসুনের কোষের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে তা ভালোভাবে পরিস্কার করে নিবেন।

তারপর রসুনের গন্ধ টা দূর করতে হবে তার জন্য রসুনগুলোকে একটি পাএে রেখে ৫ মিনিট ফুটাতে হবে।

তারপরতা রসুনের পানি ঝরিয়ে নিতে হবে।এখন সস তৈরি করতে হবে। এই সস তৈরী করার জন্য সব মসলা গুলো একে একে মিক্সচারে মিক্স করে নিতে হবে।

তারপর ভিনেগারের সাথে মসলাগুলো মিশিয়ে তা লতে ১৫ গ্রাম পরিমাণ সরিষা বাটা এবং সরিষা তেল গরম করে রসুন গুলো ভেজে নিতে হবে।

তারপর ভিনেগার মিশানো মসলাগুলোকে একটি কড়াইয়ে ঢেলে দিয়ে হবে। খন কিছুক্ষণ তাতে জ্বাল দিতে হবে।

যখন চুলা থেকে কড়াই নামিয়ে নিবো তখন তাতে ১/২ কাপ পরিমাণ চিনি মিশাতে হবে।

এখন রসুনের কোষগুলো এর মধ্যে ঢেলে ১০-১৫ মিনিট সময় জ্বাল দিতে হবে আর বাকী অর্ধেক চিনিকে সাইট্রিক এসিড আর লবণের থে মিশিয়ে তারপর আরো কিছুক্ষণ জ্বাল তে হবে।

এভাবেই তৈরি হয়ে যাবে রসুনের আচার।

9
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty

Comments

Good...

$ 0.00
3 years ago

রসুনের আচার অনেক মজার একটা আচার। আমার অনেক ভালো লাগে। আম্মু বাসায় কিছুদিন পরপর রসুনের আচার বানায়।

$ 0.00
3 years ago

Ji bissas kore kichurir sath khata valo lage ai achar

$ 0.00
3 years ago

Hum thik bolesen apu. Khichurir sathe rosun er achar besh jome jay. Ar tachara rosun er achar banano o onek beshi sohoj.

$ 0.00
3 years ago

Ji appi😊😊😊

$ 0.00
3 years ago

Yeap ❤

$ 0.00
3 years ago

রসুন শরীর গরম রাখে।কাচা রসুনের উপকারীতা অনেক।আর শীতের দিনে রসুন ছোট বড় সবাই খায়।তাই রসুনের আচার আলাদা একটা স্বাদ এনে দিবে।

$ 0.00
3 years ago

Ji vaiya thiki bolachan

$ 0.00
3 years ago

আচারের পিক দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।আচার আমার অনেক পছন্দের।রেসিপি টি পড়তে আমার জিভে জল চলে আসছে।

$ 0.00
3 years ago

Tai vaiya

$ 0.00
3 years ago

ata akhonno khawa hoi ni asa korchi recipe dakha banale parfect hobe ae banata somoi o kom lagbe

$ 0.00
3 years ago

Obosdoi try koiran

$ 0.00
3 years ago