ঝাল পোয়া পিঠা

11 12
Avatar for Sumi_kaisar
3 years ago

উপকরনঃ

★বাসমতী চাল ২ কাপ।

★ডিম ২ টি।

★মিহি পেয়াজ কুচি ২ টি।

★কাঁচামরিচ কুচি ৪-৫ টি।

★ধনেপাতা কুচি ২ মুঠো।

★আদাবাটা সামান্য।

★ভাজা জিরা গুড়া ১ চা চামচ ।

★চিনি ২ টেবিল চামচ।

★ময়দা ২ টে চামচ।

★লবন পরিমান মত।

★ তেল ভাজার জন্য।

প্রনালিঃ

প্রথমে একটি পাএে চালগুলো ধুয়ে তা ২-৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটির পানি ঝড়িয়ে ব্লেন্ডারে ভালোমতো গুড়া করে নিতে হবে।

তারপর এই চালেরগুড়া গুলোকে চালনি দিয়ে চেলে নিতে হবে আর সুজিটা আলাদা করে নিতে হবে।

তারপর এই চালের গুড়ারগুলো এজটা পাএে নিয়ে তার সাথে বাকি সব উপকরণ গুলো যেমন মেখে তাতে পরিমান মতো পানি দিয়ে মাঝারি ঘন গোলা বানিয়ে নিতে হবে।

তারপর এই ডো ডালের চামচে করে নিয়ে তা ডুবতেলের মধ্যো ভেজে নিতে হবে।

তারপর এটি টমেটো সস বা অন্য কোনো আচারের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন।

4
$ 0.00
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty
Avatar for Sumi_kaisar
3 years ago

Comments

রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। খুব সহজভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।

$ 0.00
3 years ago

Tnq vaiya

$ 0.00
3 years ago

ঝাল পোয়া পিটা খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু লাগে। আমি অনেকবার খেয়েছি। এখন আবার দেখে জ্বীভে পানি চলে এলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

Tnq

$ 0.00
3 years ago

Wow so delicious recipe

$ 0.00
3 years ago

Tnq so mucha

$ 0.00
3 years ago

ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর একটি পিঠা শেয়ারিং করার জন্য আমার খুব প্রিও এই ঝাল পিঠা

$ 0.00
3 years ago

Onak mojar akta recipe dakha testy laglo

$ 0.00
3 years ago

Tnq so much

$ 0.00
3 years ago

ঝাল পোয়া পিঠা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে খেতে খুব মজা লাগে।

$ 0.00
3 years ago

Ki nam er.. Jhal poa pita. Mone hocce amo akbar khaichi. Kintu taste mone nai....

$ 0.00
3 years ago