ঘরে বানানো বাটার

18 13
Avatar for Sumi_kaisar
3 years ago

উপকরণঃ

★ দুধের সর ৪ কাপ।

★ ঠাণ্ডা পানি ২ কাপ।

প্রনালিঃ

সবার প্রথমে জাল দেয়া দুধ থেকে দুধের সরটা আলাদা করে জমিয়ে রাখতে হবে।

তারপর একটি এয়ারটাইট কন্টেইনারে এটি ডিপ ফ্রিজে ২০ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে।

তারপর একটি ব্লেন্ডারে সেই জমিয়ে রাখা দুধের সর টুকু দিয়ে তা ২ মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

তারপর এর মধ্যে সামান্য পরিমাণ ঠাণ্ডা পানি মিক্স করতে হবে তাহলে বাটারর্টা ভালোভাবে জমাট বাঁধবে।

তারপর রুমটেমপাচারে এনে ব্লেন্ড করে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে জেনো ননীটা আলাদা হয়ে উপরে ভাসে।

তারপর এই ননীটাকে সাবধানে উঠিয়ে নিয়ে তা বরফ ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে।

তারপর এটিকে হাত দিয়ে পানি চিপে পেলে দিয়ে এটিকে কাঁচের পাত্রে রেখে দিতে হবে ।

তারপর ৪-৫ ঘণ্টার মতো এটাকে ফ্রিজে রেখে দিতে হবে সেট করার জন্য ।

এটি যখন সুন্দরভাবে জমাট বেঁধে যাবে তখনি তৈরি হয়ে যাবে।

5
$ 0.00
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty
Avatar for Sumi_kaisar
3 years ago

Comments

My favorite one...😋

$ 0.00
3 years ago

Ji

$ 0.00
3 years ago

আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার রেসিপি দেখে আজ প্রথম রান্না করেছি বাটার দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও সেই স্বাদ🌸🌸

$ 0.00
3 years ago

Ji

$ 0.00
3 years ago

Sry kn gooo.... Aoni too bante paren...

$ 0.00
3 years ago

Hm

$ 0.00
3 years ago

Ata khte amr khb valo lage.. Ata ki apni amke bani khawoba..... Free ta..... 😍😍😍

$ 0.00
3 years ago

No sry

$ 0.00
3 years ago

এটা আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে অন্যতম একটি খামার।যদি আমরা এটা বাসায় তৈরি করে খেতে পারি তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হয় এবং খুব সহজেই আমরা খাবারটি খেতে পারব।

$ 0.00
3 years ago

Oh

$ 0.00
3 years ago

বাটার নিত্য দিনের খাবারে আমার লাগে। খুব সহজেই উপস্থাপন করলেন। অনেক অনেক শুভ কামনা রইলো। আর আমার আইডি ঘুরে আসার দাওয়াত রইলো❤😘সাপোর্ট করবেন আশা করি।

$ 0.00
3 years ago

✌✌✌

$ 0.00
3 years ago

খুব প্রয়োজনিও একটা জিনিস যা প্রা সব কিছুতেই লাগে।।❤

$ 0.00
3 years ago

Ji apni akdom thik bolachan

$ 0.00
3 years ago

Wow nice 😍😍

$ 0.00
3 years ago

বাটার বিভিন্ন ধরনের খাবারে ব্যবহৃত হয়ে থাকে। আর দোকানের কেনা বাটারের থেকে বাসায় বানানো বাটার বেশি ভালো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

$ 0.00
3 years ago

Tnq appi

$ 0.00
3 years ago

You're most welcome sis ❤

$ 0.00
3 years ago