উপকরণঃ
★ পাকা আম ১/২ টেবিল চামচ ।
★ লিচু টুকরো ২ টেবিল চামচ।
★ পাকা কলা টুকরো ২ টেবিল চামচ ।
★ আপেল টুকরো ২ টেবিল চামচ ।
★স্টবেরি ২ টেবিল চামচ।
★কমলা ২ টেবিল চামচ।
★আঙ্গুর ফল ২ টেবিল চামচ।
★ চিনি ১/২ কাপ।
★ ঘন দুধ ২ কাপ।
★ মিষ্টি দই ৪ কাপ।
★ বরফ কুচি পরিমাণমত।
প্রণালীঃ
প্রথমে সবগুলো ফল ধুয়ে একটি পাএে রাখতে হবে।
তারপর এই সবগুলো ফল টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
তারপরে এই সবগুলো ফল চিনির সঙ্গে অন্যন্ন ফল গুলো একটু ব্লেন্ড করে নিতে হবে।
তারপর এই মিক্সার টির সঙ্গে মিষ্টি দই এবং ঘন দুধ মিশিয়ে ব্লেন্ডারে ডেলে ব্লেন্ড করে নিতে হবে।
তারপর এর মধ্যে বরফ কুচি দিয়ে একটি গ্লাস এ ডেলে পরিবেশন করতে পারেন এই ফ্রুটস লাচ্ছি।
ফ্রুট লাচ্ছি রেসিপি টা খুবই সুন্দর করে এবং সহজ করে দিয়েছেন। দেখতে খুব ভালো লাগলো ...খেতেও খুব মজাদার হবে👍👍