ডোরেমনের ডোরা কেক

12 17
Avatar for Sumi_kaisar
4 years ago

উপকরণঃ

১/ময়দা ৩ কাপ।

২/ ডিম ২ টা ডিম।

৩/ চিনি ১-১/২ কাপ।

৪/ তেল / বাটার ৪- ৫ টেবিল চামচ।

৫/ লিকুইড দুধ ২ কাপ।

৬/ বেকিং পাউডার ৩ চা চামচ।

৭/ লবন ১/২ চা চামচ।

প্রনালীঃ

প্রথমে একটি বাটি নিতে হবে তাতে ৩ কাপ পরিমাণ ময়দা নিয়ে তার সাথে ১/২ চা চামচ পরিমাণ লবন ও বেকিং পাউডার টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।

তারপর আর একটা বড় বাটি নিতে হবে। সেই বাটিতে ডিম ২ টা ভেঙে নিয়ে এর সাথে চিনি নিতে হবে তার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।মনে রাখবেন যত সুন্দর করে মিক্স করবেন কেক তত সুন্দর হবে।

তারপর যখন ডিম আর চিনি একসাথে গলে যাবে তখন তাতে ২ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে তা আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

তারপর মিস্রনে মিশিয়ে রাখা ময়দা ভালো করে চেলে চেলে হালকা ভাবে মিশায়ে নিতে হবে।তারপর এটি ৫ মিমিট এর জন্য ডেকে রেখে দিতে হবে এতে করে মিস্রন টা রেডি হয়ে যাবে কেক বানানোর জন্য।

তারপর একটা ননস্টিক প্যান নিতে হবে তাতে ১ চামচ করে এই কেক এর বেটার টা দিতে হবে।তখন চুলার আচ টা খুব কম রাখতে হবে। আর ১০/১৫ সেকেন্ড তা ঢেকে রাখে দিতে হবে।

এরপর যখন এটার উপরে ছোট ছোট বাবল উঠলে তা উল্টো দিতে হবে। এভাবেই তৈরি করে নিতে হবে সবগুলো ডোরা কেক।

তার পর এর ভেতর চকলেট মেলড করে না হয় বাটার দিয়ে খেতে পারেন এটি এভাবে খেলেও খুব মজুমদার হয়।

8
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty

Comments

ভীষণ মজাদার একটা কেক। এতো মজার ডোরেমনের ডোরা কেক এর রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

Wlc appi

$ 0.00
4 years ago

ওয়াও নামটা অনেক সুন্দর তো ডোরেমনের ডোরা কেক।এই নামটা আমি কখনো শুনিনি।এই নামে যে কখনো খাবারের রেসিপি হয় এটা আমি জানতাম না।

$ 0.00
4 years ago

Tai appi akhon to janlan obossoi basai try korben ati khitaw khub mojar

$ 0.00
4 years ago

নামটা কিন্তু অনেক অদ্ভুত।এই প্রথম শুনলাম। বানিয়ে দেখবো কেমন লাগে!

$ 0.00
4 years ago

Ji vaiya obossoi try korben

$ 0.00
4 years ago

বানানোর উপকরন গুলো দিয়ে দিলে ভাল হতো!😊😊

$ 0.00
4 years ago

এই একটি অনেকেই পছন্দ করে ইভেন্ট আমি অনেক পছন্দ করি এবং অনেকবার খেয়েছি কেকটি এটা খুবই একটি জনপ্রিয় কেক।

$ 0.00
4 years ago

আর আপনাকে ধন্যবাদ এই কেক বিষয়ে লেখার জন্য কারণ আমি অনেকবার খেয়েছি হয়তো কিন্তু জানিনা এটা কেমন করে তৈরি করে। তাই ধন্যবাদ আপনাকে এই খাবারের রেসিপি টা শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

Wlc vaiya. Apbara avabai pase thaikan

$ 0.00
4 years ago

wow yummmmmmi so yummmmi amar khub priyo akta cake ata khub softy and testy

$ 0.00
4 years ago

Ji appi ata sotti khub testy ar soft

$ 0.00
4 years ago