ব্রেড গোলাপ জাম

12 16
Avatar for Sumi_kaisar
3 years ago

উপকরণঃ

১/ ব্রেড বিগ সাইজ ৯-১০ টুকরা।

২/ গুঁড়া দুধ ৪-৫ টেবিল চামচ।

৩/ বেকিং পাউডার ১/৪ চা চামচ।

৪/ লবণ পরিমাণ মতো।

৫/ পানি পরিমাণ মতো।

৬/তেল বা ঘি ২ কাপ।

সিরা তৈরী জন্যঃ

১/ চিনি ১ কাপ।

২/ এলাচ ১-২ টি।

৩/ পানি ১ কাপ।

৪/ লেবুর রস ২ চা চামচ।

প্রনালিঃ

প্রথমে পাউরুটি/ব্রেড এর শক্ত কিনারা গুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তার পর তা হাত দিয়ে গুঁড়া করে ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে আপনি চাইলে মিক্সার ব্যবহার করতে পারেন।

তার পর পাউরুটির গুঁড়ার সাথে যোগ করতে হবে বেকিং পাউডার, লবণ ও গুঁড়া দুধ। তারপর ভালোভাবে অল্প পানি দিয়ে ডো করে নিতে হবে খুব ভালো ভাবে ডো টা মিক্সিং করতে হবে ডো টাকে বেশী নরম বা বেশি শক্তও করা যাবে না। ডো করা হলে তা ৭-৮ মিমিট রােখে দিন এটা ফিক্স হওয়ার জন্য।

তারপর আপনার পচ্ছন্দ মতো আকারে বা গোল করে এগুলো বানিয়ে নিন কালো জাম এর মতো।

তারপর একটি সসপ্যান নিতে হবে এবং তাতে সিরা করার জন্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। তারপর শিরায় চিনি গলে সিরা হয়প আসলেআত- ফুটে ঘন হয়ে আসলে লেবুর রস মিশিয়ে নামিয়ে নিতে হবে।

তারপর এই সিরাতে ভাজা গোলাপ জামগুলো দিয়ে দিতে হতে হবে। এবং এটিকে ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ ঘন্টা রেখে দিতে হবে।

মনে রাখবেন এটা ঠান্ডা খেতে বেশি মজার।

7
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty

Comments

আপনার রেসিপিটা একটু আলাদা ধরনের আমি কখনোই আমার রেসিপি খাই নাই বা দেখি নাই। তবে রেসিপিটি বোঝা যাচ্ছে অনেক সুন্দর এবং সুস্বাদু। ধন্যবাদ আপনাকে রেসিপিটি জন্য।

$ 0.00
3 years ago

Wlc obosdoi akdin chesta korben ar janaben kmn holo

$ 0.00
3 years ago

হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন আপনাকে বলব।

$ 0.00
3 years ago

আমি খাওয়া তো দূরের কথা আমি গ্রেট গোলাপ জাম এই খাবারের কখনো নামই শুনিনি।ধন্যবাদ আপনাকে এই অজানা কি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আশা করি বাসায় ট্রাই করবো।

$ 0.00
3 years ago

Wlc appi obossoi basai try kore janaben kmn holo

$ 0.00
3 years ago

গোলাপজাম আমার খুব পছন্দের একটা মিষ্টি। আমি বাসায় প্রায় সময় এই রেসিপিটি বানাই। সবাই বেশ পছন্দ করে। কিন্তু ব্রেড গোলাপজাম এর রেসিপি আমি আগে কখনো ট্রাই করিনি।

$ 0.00
3 years ago

Akdin nischoi korben tahole amar mone hobe je recipeti kono kaj a ascha

$ 0.00
3 years ago

Hum receipe ti dekhei bojha jaccche je bread golap jamun kotota tasty ar delicious hobe. Ami obosshoi basay try korbo.

$ 0.00
3 years ago

Ji😊😊

$ 0.00
3 years ago

Hum appi......😘

$ 0.00
3 years ago

ami to ai matro apnar recipr tai ai nam sunlam sotti ki bread diya golapjamun hoi

$ 0.00
3 years ago

Ji hoi appi ata khatae khub sussadu hoi obosdoi apni o try korben

$ 0.00
3 years ago