চাঁদের আলোকে আলোকিত কি হয় মানুষ

8 20
Avatar for Sumaiyarahman
3 years ago

চাঁদ বলতে বেশীরভাগ মানুষের কাছে এক কৌতূহলের বিষয়,এর আকার,গঠন; এর উপাদান প্রভৃতি।এই উপগ্রহ নিয়ে কত বই,কত গবেষণাই না করা হয়েছে!!

কিন্তু আমার কাছে এই চাঁদ শুধু চাঁদ নয়;চাঁদ মামা।আমার কাছে চাঁদ মামা মানে সহজ-সরল এক আলোকিত শৈশব।যে শৈশবে জ্যোস্না রাতে দাদুবাড়ির উঠোনে ,মাঠে চাঁদ মামার আলো দিয়ে স্নান করা হতো।না আমাদের কেউ কখনো কোনো রূপকথার গল্প শোনায় নি কিন্তু রূপকথার গল্প শুনে যতোটো অভিভূত হওয়া যায় তার থেকেও বেশী অভিভূত হতাম চাঁদ মামার সাথে কথা বলে।আমরা রূপকথা না শুনলেও চাঁদ মামার দিকে তাকিয়ে হাজারো গল্প তৈরি করে ফেলতাম।ঈদ বা হঠাৎ দরকারি কোনো কাজে গেলে এই ভাবেই দিনগুলো কাটাতাম।এখনকার এই যান্ত্রিক জীবনে বিদ্যুৎ চলে গেলে এক মিনিটও থাকতে পারি না কিন্তু শৈশবে বিদ্যুৎ চলে গেলে আমাদের কাছে তা ছিলো আরো বিনোদনের উপায়।ছুটে চলে যেতাম মাঠে;শুরু হয়ে যেতো দুষ্টমি আর চাঁদ মামার গায়ে পাহাড়ের ছায়া দেখে হাজারো গল্প বলা।যদিও ঢাকায় থাকায় প্রতিদিন চাঁদ মামার সাথে গল্প করতে পারতাম না তবুও বিদ্যুৎ চলে গেলে সুযোগের সৎ ব্যবহার করতে ভুলতাম না।দৌড়ে ছাদে চলে যেতাম চাঁদ মামাকে একটুখানি দেখার আশায়;তা সে যতো রাতই হোক না কেন!

আবার খালামণির বাসায় থাকা অবস্থায় যদি বিদ্যুৎ চলে যেতো তবে বেলকনিতে ছোটো-বড় সবাই মাদুর বিছিয়ে চাঁদের আলোয় গল্প করতাম যা ছিলো অসাধারণ এক অনুভূতি!!

কিন্তু এরপর কি যেনো হলো মনে হলো কোথা থেকে হঠাৎ দমকা হাওয়া এসে সবকিছু উড়িয়ে নিয়ে গেলো।চারদিক থেকে শুধু এক আওয়াজ পড়া,পরীক্ষা আর রেজাল্ট।প্রতিযোগিতা শুরু ভালো আর খারাপ স্টুডেন্টের মধ্যে।চাঁদ মামা হঠাৎ করে একা হয়ে পরলো।আমরাও ভুলে যেতে লাগলাম তাকে। কিন্তু আমার মন হয়তো তা মানতে পারেনি।বেলকনির গ্রিল এর ফাঁক দিয়ে চাঁদ মামার যতোটুকু দেখা পেতাম ততটুকুই দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতাম তার দিকে।এদিকে পড়াশোনার সময় চলে যাবে দেখে হঠাৎ আম্মুর ধমক শুরু হয়ে যেতো।চাঁদ মামার সাথে গল্প অসম্পূর্ণ রেখেই চলে আসতাম।তবে হাল ছাড়তাম না,মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে নি:শব্দে বেলকনিতে চলে যেতাম চাঁদ মামার সাথে গল্প করতে।চাঁদ মামাকে নিয়ে হাজারো বই,পরীক্ষায় তাকে নিয়ে বৈজ্ঞানিক কথা দিয়ে পৃষ্ঠা ভরিয়ে ফেললেও চাঁদ মামার কাছে গেলে আমি আগের সেই ছোট্টটি হয়ে যাই। চাঁদ মামাকে দেখলেও মনে হয় সেও যেনো আমাকে আগের ছোট্ট তাজই মনে করে।

হ্যাঁ আমি চাঁদ মামার কাছে এখনও ছোট্টটিই আছি শুধু সময় গুলো বদলে গেছে,চারপাশের মানুষ বদলে গেছে কিন্তু আমার আর চাঁদ মামার মধ্যকার সম্পর্ক শৈশবের মতোই রয়ে গেছে আর থাকবেও মৃত্যুর শেষ নি:শ্বাস অবদি।।।

আচ্ছা আজকে কি চাঁদ মামা উঠেছে??কে জানে হয়তো উঠেছে কিন্তু এই বৃষ্টির জন্য দেখা হবেনা চাঁদ মামার সাথে...

হ্যা,আজকে চাঁদ মামা উঠেছে।একদম ভরা পূর্ণিমা।কিছুক্ষণ গল্প করেছি তার সাথে।তাকে বলেছি আজকে তাকে নিয়ে একটা গল্প লিখেছি।মনে হলো সে আমাকে আরো আপন করে নিলো...

4
$ 0.00
Avatar for Sumaiyarahman
3 years ago

Comments

গরিব হইছি একটা মাঠই হইতো এই শীতে বিক্রি কইরা খাইতে পারতাম😆😆😆

$ 0.00
3 years ago

Tumi chader jusna nou megher vorosa nou now tumi Pahari Jornaa... tumi ayna... Ei golper nayika tumi Sei Ayna...😊😊😊👍😋🤳

$ 0.00
3 years ago

🌹🌹🌹😋

$ 0.00
3 years ago

haeooboshoy ,kintu howar moto manush hote hoy

$ 0.00
3 years ago

Right

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটা গল্প লিখেছেন। অনেক কিছু শিখার মতো আছে গল্প তে।

$ 0.00
3 years ago

Thank You so so so Much for your compliments

$ 0.00
3 years ago

সুন্দর লিখছেন

$ 0.00
3 years ago