ঘুম কমের কারনে যে ক্ষতি গুলো হয়।

0 14
Avatar for Sujon1234
4 years ago

মানুষের স্বাভাবিক জীবন-যাপনের মধ্যে অন্যান্য কাজের মতোই ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তারদের মতে, একজন সুস্থ মানুষের দৈনিক আট ঘণ্টা ঘুমের দরকার। অনেকে আছেন রাতে টেলিভিশন দেখে, গল্প-গুজব করে ঘুমাতে যান দেরি করে। অনেকে মনে করেন কয়েক ঘণ্টা ঘুমিয়েও তো দিনে ভালোভাবে কাজ করা যায়, তাহলে এতো ঘুমানোর কী দরকার। 
তবে অপর্যাপ্ত ঘুমের প্রভাবে আমাদের বেশ কিছু সমস্যা হয়। এই সমস্যাগুলো কিন্তু এক বা দুই দিনের অপর্যাপ্ত ঘুমের জন্য খুব একটা বোঝা যায় না। তবে আপনি যদি রাতের পর রাত অপর্যাপ্ত পরিমাণে ঘুমান। তাহলে প্যারানোয়া, হ্যালুসিনেশন ছাড়াও বিভিন্ন ধরনের ইন্দ্রিয়গত সমস্যা দেখা দিবে। সবথেকে বড় কথা রাতে একটি ভালো ঘুমের দরকার তা নতুন করে বোঝানোর মতো কিছু নেই। আসুন জেনে নেয় যাক ভালো 

প্রচণ্ড ক্ষিপ্ততা :
অপর্যাপ্ত ঘুমের কারণে আপনার মানসিক বেশ একটা পরিবর্তন দেখা যাবে। মনে হতে পারে ঘুমানো দরকার বা কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না। কিন্তু যখনই কোনো কাজ আপনার মনের মতো হবে না তখন আপনি হঠাৎ করে অনেক শক্তি পেয়ে যাবেন এবং ক্ষিপ্ত হয়ে উঠবেন। এটা মূলত অপর্যাপ্ত ঘুমের কারণে হয়। এই ক্ষিপ্ততা চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে যদি আপনি নিয়মিত কম ঘুমান।

মস্তিষ্কের কোষের মৃত্যু :
সারা দিনের ব্যস্ততার প্রভাব রাতে ঘুমের ক্ষেত্রেও পড়তে পারে। বিছানায় শুয়ে শুয়ে অনেকে কাজের পরিকল্পনা করতে থাকেন। যা আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে অকেজো করে দিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানে এটি প্রমাণিত যে, দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ঘুমের ফলে মস্তিষ্কের প্রায় ২০% অকেজো হয়ে পড়ে। বা প্রায় ২০ শতাংশ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।

খাদ্যাভ্যাস :
অপর্যাপ্ত ঘুমের ফলে দিনের বেলা তন্দ্রা আসতে থাকে। এই তন্দ্রার ওপর আমাদের একপ্রকার নিয়ন্ত্রণ থাকে। তখন এই তন্দ্রা এড়ানোর জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি। কেউ অনিয়মিত খাবার গ্রহণ করেন। কেউ বেশি বেশি সিগারেট খেতে থাকেন, যাতে করে ঘুমের তন্দ্রা না আসে। মূলত, এটি একটি বাজে খাদ্যাভ্যাস তৈরি করে।

ঝুঁকিপূর্ণ অনুভূতি :
অপর্যাপ্ত ঘুম কি মানুষের অনুভূতিকে প্রভাবিত করে? হ্যাঁ, করে। এবং খুব খারাপভাবে অপর্যাপ্ত ঘুম আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। একটি গবেষণার মাধ্যমে এটি প্রমাণিত যে, নিয়মিত অপর্যাপ্ত ঘুমের ফলে মানুষের অনুভূতির সংবেদনশীলতা কমে যায়।

দুর্ঘটনা :
অপর্যাপ্ত ঘুমের ফলে সকালে যখন আপনি গাড়ি বা বাইক চালিয়ে অফিসে যান, তখন ঘুমের তন্দ্রা আসতে পারে এবং যা থেকে ঘটতে পারে দুর্ঘটনা। যা অনেক সময় আপনার মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

1
$ 0.00
Avatar for Sujon1234
4 years ago

Comments

good article for everyone. its helps us everybody. at properly not sleeping damge to our health and mind. its damage our body.

$ 0.00
4 years ago

Sleep is good for health. It gives us release from tiredness, depression. Everybody should sleep 6-8 hours in a day.

$ 0.00
4 years ago

ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে আমরা কাজ কাজ করতে ঠিকমতো ঘুমাতে পারিনা। আর যুবক-যুবতীদেরকে ফোনের জন্য রাতে ঠিকমতন ঘুমই আসেনা। ধন্যবাদ লেখককে এত সুন্দর বিষয় আমাদের মাঝে জানানোর জন্য।

$ 0.00
4 years ago

Less sleeping is harmful for every person. Every person should at least 5 to 6 hours for better health. But pregnant mother should sleep about 8 hours daily. We should sleep well every day.

$ 0.00
4 years ago

Thank you for your informative article. Now-a-days It is a common issue. It is good for health. At least 7 hours sleep is important for every person. Otherwise,, you'll suffer from the problem which are mentioned above..

$ 0.00
User's avatar Apu
4 years ago

ঘুম এমন একটা বিষয় এটা সামান্য উল্টো পাল্টা হলে সব শেষ। এটা রং উপর আমাদের শরীরের অনেক কিছু নির্ভর করে।

$ 0.00
4 years ago

হ্যাঁ..ঠিক বলেছেন ঘুম আমাদের জন্য খুব দরকার।ভালো ঘুম না হলে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ থাকে।তাই আমাদের দৈনিক আট ঘন্টা ঘুমাতে হবে।

$ 0.00
4 years ago

Thanks because ata amar jana ucit karon ami akdom ghumai na uthi 10tai ar sradin jaga tahki Rat 3tai ghumai abar 4tai o ammu onek Boka but rata cha khala ami ar ghumata pari Na +atto kaj kori tai amon hoi akn ki sr korar Bolun tnzx amon skts post shere korar jonno Please subscribe my account

$ 0.00
4 years ago

Sleep is the part of our life. Without sleep we can not go ou single day. Highest sleep is bad for health. Thank you for your kind information.

$ 0.00
4 years ago

ঘুমের কারণে অনেক ক্ষতি হয়। অধিক ঘুম যেমন ভয়ংকরই তেমনি কুমঘুম ভয়ংকরই। তাই আমাদের সময় মতন ঘুমানো উচিত।

$ 0.00
4 years ago