ডিজিটাল এই যুগে কোন কিছুই নিরাপদ নয়।

0 14
Avatar for Sujon1234
3 years ago

ডিজিটাল এই যুগে কোন কিছুই নিরাপদ নয়। প্রতিদিন হ্যাকারদের অ্যাটাক কিংবা তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে এমন খবর ভাইরাল হয়ে থাকে।

আমাদের কম বেশী অনেক লেনদেন যেমন অনলাইনের কারনে সোজা হয়ে গিয়েছে। টিক তেমনি Black Hat হ্যাকার এর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আপনার থেকে লেনদেন করার একাউন্ট কেড়ে নেওয়ার জন্য। তবে Hacker রা আলাদা কোন কৌশল কাজে লাগাচ্ছেনা। বরং আগে থেকে চলে আসছে এমন কৌশল ব্যবহার করে ভিক্টিম কে ফাদে ফেলছে।
একাউন্ট হ্যাক করার জন্য অনেক গুলো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর আপনি যদি অনলাইন ব্যাংকিং এর সাথে জড়িত থাকেন তবে আপনার অবশ্যই জানা দরকার। 
6 Methods Hackers Use To Hack Your Bank Accounts
আমার এই আর্টিকেলে আমি আপনাদের সাথে সব থেকে বেশী ব্যবহার করা হ্যাকিং কৌশল গুলো নিয়ে আলোচনা করবো। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন একাউন্ট গুলো তারা কিভাবে হ্যাক করে থাকে।

1. Banking Trojans (Smartphones)
হ্যাকাররা কিছু Malicious Apps ব্যবহার করে থাকে আপনার একাউন্টের তথ্য চুরি করার জন্য। আর তারা এই কাজটি করার জন্য একটি Clone কিংবা Duplicate App তৈরী করে। যা দেখতে হুবহু আপনার ব্যাংকিং App এর মত হবে। আর পরবর্তীতে তারা সেই App টি বিভিন Third Part App Store এ আপলোড করে দেয়। আর আপনি যদি ভুলবশত সেই App ডাউনলোড করে বসেন তাহলেই সর্বনাশ। যখন আপনি সেই App দিয়ে ব্যাংকিং সিস্টেম এ লগিন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে।
2. App Hijacking
কিছু হ্যাকার বানিয়ে থাকে Trojan যুক্ত Banking App. যখন আপনি এই App মোবাইলে ইন্সটল করবেন খেলা শুরু হয়ে যাবে। App টি Silent Mode এ আপনার মোবাইলের Background এ চলতে থাকবে। আর সাথে Scan করতে থাকবে মোবাইলে কোন প্রকার ব্যাংকিং এর তথ্য কিংবা App রয়েছে কিনা। আর যখন এই Trojan কোন প্রকার ব্যাংকিং App খুজে পাবে সে তার কার্যক্রম শুরু করে দিবে।
হুবহু আপনার ব্যাংকিং App এর লগিন পেজ এর মত Fake Login Page দেখাবে আর লগিন করতে বলবে। আর আপনি যদি লগিন করে বসেন তবে খেলা শেষ আপনি জানতেও পারবেন না কিভাবে কি হয়েছে আর এটাকেই App Hijacking বলা হয়।
3. Smishing
Smishing হলো Phishing এর আওতাধীন একটি এসএমএস সংস্করণ। আর এটা এমন একটি Scam যা Email Template SMS কিংবা Mail এর মাধ্যমে সরবরাহ করা হয়। আর এসএমএস করা নাম্বার কিংবা মেইল আপনার জানাশোনা কারো হতে পারে আবার নাও হতে পারে। 
Smishing কৌশলের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি কোন প্রকার লটারী পেয়েছেন কিংবা কোন কোম্পানী অথবা ব্যক্তি আপনাকে উপহার দিতে আগ্রহী জাস্ট উদাহরন হিসাবে ধরে নিন। আর আপনার কাছে আসা লিংকটি যখন কোন ব্রাউজার থেকে ওপেন করবেন আপনার কাছে ক্রেডিট কার্ড ইনফরমেশন চাইবে আর আপনিও হয়তো খুশীর ঠেলায় দিয়ে দিবেন। ব্যস আপনার দৌড় এখানেই সমাপ্ত আপনার একাউন্ট খালি করে মজা নিবে হ্যাকার সাহেব।

1
$ 0.00
Avatar for Sujon1234
3 years ago

Comments

অসাধারণ আর্টিকেল ৷ ধন্যবাদ এরকম একটা পোস্ট করার জন্য ৷ প্রযুক্তি ব্যবহার করে যেমন সুবিধা আছে সেরকম কিছু অসুবিধা আছে ৷ আমাদের সচেতন থাকতে হবে৷

$ 0.00
3 years ago

ডিজিটাল বাংলাদেশ আমাদের দেশ। দেশ ডিজিটাল হওয়ায় যেমন আমাদের সুবিধা হয়েছে তেমনি অসুবিধা ও অনেক রয়েছে।

$ 0.00
3 years ago

বর্তমান সময়ে কোন কিছু নিরাপদ নাই কথাটি শতভাগ সঠিক।পথ ঘাট যেমন নিরাপদ নয় তেমনি খাদ্য অভ্যাস ও আমাদের নিরাপদ নয়।

$ 0.00
3 years ago