জ্ঞান নিয়ে কেউ অহংকারী হবেন না।

8 15
Avatar for Sujon1234
4 years ago

লাইফস্টাইল :: হুট করে রেগে যাওয়া কিংবা কারও সাথে খারাপ ব্যবহার করা কখনোই উচিত নয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কারও সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারে না। জ্ঞান যতো অর্জিত হয় মানুষ ততো জ্ঞানের বিশালতায় নিজেকে হারিয়ে ফেলে। ফলে সে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারে।
জ্ঞানী ব্যক্তি বিনয়ী হবেন, এটাই স্বাভাবিক। একজন শিক্ষকের কাছে মানুষ এটাই আশা করে। ফলে কোনো শিক্ষক খারাপ কাজ করলে সবাই অবাক হয়। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ নিজ নিজ ক্ষেত্রে জ্ঞানী। ফলে সবারই উচিত ভালো ব্যবহার করা, অহংকারকে এড়িয়ে চলা।
ইসলামি দার্শনিক আবু তাহের মিসবাহ বলেন, ‘গাছের যে ডালে ফল ধরে সে ডাল ফলের ভারে ঝুঁকে অবনত থাকে, আর যে ডালে ফল নেই সে ডাল মাথা উঁচিয়ে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। এটাই চিরন্তন সত্য। মানব সমাজেও এ সত্যের প্রতিফলন আমরা দেখতে পাই। যিনি যত বড় জ্ঞানী যত বড় গুণী তিনি তত বেশি বিনয়ী। পক্ষান্তরে যার জ্ঞানের পরিধি যত সঙ্কুচিত তার অহংকার তত বেশি স্ফীত।
প্রকৃত জ্ঞান মানুষের অন্তর্চক্ষু খুলে দেয়। জ্ঞান-সমুদ্রের বিশালতা তাকে হতবাক করে। নিজের জ্ঞানের ক্ষুদ্রতা তার সামনে প্রকাশিত হয়। ফলে সে বিনয়ে অবনত হয়। পক্ষান্তরে যার অন্তর্চক্ষুর সামনে থাকে মূর্খতার আবরণ, সে জানে না জ্ঞান-সমুদ্রের বিশালতার কথা। তাই সে অল্পতেই জ্ঞানের বড়াই করে, নিজেকে মহাজ্ঞানী ভেবে অহংকার করে।’
পৃথিবীর জ্ঞানের খুব অল্পই মানুষ অর্জন করতে পারে। কোনো মানুষই ‘সবজান্তা’ হয়ে ওঠতে পারে না। তাই জ্ঞান নিয়ে অহংকার করা ঠিক নয়। জ্ঞান নিয়ে অহংকার করা হলে সেই জ্ঞান দিয়ে কোনো ভালো হয় না। আর নিজের সীমিত জ্ঞান নিয়ে নিরহংকার হলে মানুষের কাছে তাঁর সম্মান বাড়ে।
ইসলামের অপর দার্শনিক ইমাম শা’বী (রহ.) বলেন,
‘জ্ঞানের তিনটি স্তর আছে; যে ব্যক্তি জ্ঞানের প্রথম স্তর অর্জন করে তার নাক উঁচু হয়ে যায়, এবং মনে করে যে সে জ্ঞান অর্জন করে ফেলেছে।

12
$ 0.00
Avatar for Sujon1234
4 years ago

Comments

মানুষকে আল্লাহ তায়ালা জ্ঞান দান করেছেন ৷ তাই এই জ্ঞান নিয়ে অহংকার করা যাবেনা ৷ ধন্যবাদ এমন একটি পোস্ট করার জন্য ৷

$ 0.00
4 years ago

Knowledge is the best gift from Allah. No one can manage their knowledge. Allah helps us always. We should not forget Allah any time. We should keep remembering Allah is always protecting us.

$ 0.00
4 years ago

Knowledge is the gift of God. Tai amader ai gayan niya ohongkar kora thik na. Tahole sobai grina korbe.

$ 0.00
4 years ago

ইয়েস ম্যাম আপনার কমেন্টস টি খুব গুরুত্বপূর্ণ। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আপনি সঠিক কথাই বলেছেন। জ্ঞান নিয়ে প্রায় সব মানুষই অহংকার করেন। কিন্তু সে জানে না প্রকৃত সে জ্ঞানী নয়। জ্ঞানী ব্যক্তিরা কখনো অহংকার করে না।

$ 0.00
4 years ago

আপনার আর্টিকেলটি খুবই জ্ঞানমূলক। এই বিষয়ে আর্টিকেল লেখার জন্য ধন্যবাদ। আশা করি সামনে এর থেকে অনেক ভাল কিছু আর্টিকেল পাব।

$ 0.00
4 years ago

জ্ঞান নিয়ে কখনো অংকার করা ঠিক না। জ্ঞান ঈশ্বরের দান। ঈশ্বর চাইলে সবকিছু আমাদের মাঝ থেকে স্বল্প সময়ে কেড়ে নিতে পারেন

$ 0.00
4 years ago

হ্যাঁ জ্ঞান নিয়ে অহংকার করা ঠিক না।প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না।যারা মূর্খ তারাও অহংকার করে।কারণ ঈশ্বর সবার মধ্যেই জ্ঞান বুদ্ধি দিয়েছেন।কেউ তা কাজে লাগায় কেউ তা কাজে লাগায় না।

$ 0.00
4 years ago