'ঢাকার বুকে এক টুকরো ধনবাড়ী' মূলমন্ত্রকে সামনে নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকাস্থ সকল ধনবাড়ীবাসীর এক অভিন্ন অভয়ারণ্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে জন্ম নেয় 'ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাকা' নামক সংগঠনটি। ২০১৬ সালের ১২ জুন ১ম অনানুষ্ঠানিক বৈঠকে যে স্বপ্নের বীজ উপ্ত হয়েছিল, ১ এপ্রিল থেকে প্রতিষ্ঠাতা - সভাপতি শরীফ আহমেদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আল মাহমুদ যে স্বপ্নের কুঁড়ির পরিচর্যা করে ২০১৮ সালের ৬ এপ্রিল দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনের দ্বিতীয় কমিটিতে সভাপতি হন মোঃ শাহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল-আমিন। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ১০ই মে সংগঠনের তৃতীয় কমিটিতে দায়িত্ব অর্পণ করা হয় বর্তমান সভাপতি আল-আমিন এবং সাধারণ সম্পাদক শাহ আলম শুভ - এর দায়িত্বশীল কাঁধে। আজ সময়ের পরিক্রমায় ও সবার সহযোগিতায় এটি এক ছায়াদাত্রী মহীরুহে পরিণত হয়েছে।
শিক্ষামূলক ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের প্রসারে সংগঠনটি বদ্বপরিকর। ইতোমধ্যেই এর ত্যাগী ও সৎ কর্মীবাহিনী জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি আয়োজন করেছে ৪টি ইফতার মাহফিল, নবীনবরন, শিক্ষাসফর, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতামূলক কর্মকাণ্ড, ক্যাম্পাস পরিচিতিমূলক ভ্রমণ, বৃক্ষরোপণ, ধশিস প্রিমিয়ারলীগ, ঈদ পরবর্তী মিলনমেলাসহ এলাকার স্কুল ও কলেজের কোমলমতি ছেলে- মেয়েদের মনে উচ্চশিক্ষার স্পৃহা জাগানিয়া কর্মযজ্ঞ ' উচ্চশিক্ষার পথে '।
এর নেপথ্যে আরও রয়েছেন সংগঠনটির সম্মানিত ২১ জন উপদেষ্টা, যার প্রাণভোমরা হিসেবে পদাধিকার বলে আছেন টাঙ্গাইল- ১ আসনের সাংসদ বর্তমান কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। সবাই মিলে শতভাগ সুশিক্ষিতের স্বপ্নের ধনবাড়ী গড়ার এ মিছিলে আপনিও শামিল হন যত দ্রুত সম্ভব।
ধন্যবাদ।
আমি এই সংগঠনটিকে দেখেছি, সংগঠনটি দরিদ্র ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করে।