আমরা অনেকেই ‘শিক্ষিত’ বলে গর্ব করি, কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য কী হওয়া উচিত সে সম্বন্ধে আমরা অবগত নই।আমরা জীবনের বেশির ভাগ সময়ই শিক্ষা অর্জনে ব্যয় করি। এরপর নানা কষ্টে অর্জিত শিক্ষাকে পদে পদে তার সত্যতা প্রমাণের জন্য নানা ধরনের পরীক্ষা দেই।শিক্ষা আসলে হলো তা-ই, যা মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করে। মানুষের ভেতর একটা ‘মানুষ’ বাস করে। শিক্ষা সেই ভেতরের মানুষটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। একজন প্রকৃত শিক্ষিত মানুষকে চেনা যায় তার আচরণে ।শিক্ষিত মানেই যে সার্টিফিকেট অর্জন করা তা না ।জ্ঞান এ শিক্ষিত হতে হবে।
8
24
Studies is very important. Without study you can't earn knowledge. So everyone should be educated. And aslo earn some general knowledge which can be develop your brain properly.