মায়ের গায়ের গন্ধ

6 29
Avatar for Sonik63
3 years ago

মায়ের গায়ে একটা গন্ধ থাকে ,ঘামে ভেজা

হোক কিংবা কোনো সুগন্ধির হোক ;

সুনির্দিষ্ট একটা ঘ্রাণ।

শুধু সন্তানরাই সে গন্ধ পায়।”

আমরা অনেকেই গন্ধ দিয়ে মানুষ চিনি, একটা মানুষের সঙ্গে একটা গন্ধ সেটা সুগন্ধির হোক বা তা নিজের সেটাকে আমরা একাত্ম করে নি, তাকে সেই গন্ধ দিয়েই চিনি; আর মায়ের ক্ষেত্রে সেটা হয় আরো জোরালো।

14
$ 0.00

Comments

ঠিক বলেছেন। এই গন্ধ বহু দামী সুগন্ধীকেও হার মানায়

$ 0.00
3 years ago

Akdom right

$ 0.00
3 years ago

Nice

$ 0.00
3 years ago