কেউ হতাশ হবেন না

6 19
Avatar for Snigdha1231
3 years ago

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ছিল ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ছিল ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৬টা বাজে, লন্ডনে তখন রাত ১২টা। সময়ের হিসাবে লন্ডন,ঢাকার থেকে ০৬ ঘন্টা পিছিয়ে....... এতে কিন্তু প্রমাণ হয় না,যে লন্ডন ঢাকার থেকে স্লো(slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায়।

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বছর বয়সে এখনো সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন।

মনে হতেই পারে,পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে, কিন্তু আপনার ধারনা ভুুল........

প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। এগিয়ে থাকাদের হিংসা না করে এবং পিছিয়ে থাকাদের অবহেলা না করে,সবসময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই,পিছিয়েও নেই। আপনার পথ আপনার,অন্যের পথ অন্যের।শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, একদিন সফল হবেন ইনশাআল্লাহ।

6
$ 0.00
Avatar for Snigdha1231
3 years ago

Comments

Khub sundor akti lekha dhonnobad apnk airokom akti amader majhe prodan korecen kono kisu hole amader hotas na hoye thanda mathay vebe cinta kore kaj kora ushit

$ 0.00
3 years ago

অবশ্যই ভাই, আপনার প্রয়োজনীয় আর্টিকেল পড়ে অনেক অনুপ্রাণিত হলাম। জীবনে কখনো আশা ছেড়ে দেওয়া যাবে না।

$ 0.00
3 years ago

Onk information collect koresen dekhsi.by the way onk sundor likhesen.bastobota onk rokom sekhai.

$ 0.00
3 years ago

Nice article Dear, pls subscribe me.

$ 0.00
3 years ago

আপনার আর্টিকেলটি পড়ে আমি অনুপ্রাণিত হলাম। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সবসময় কঠোর পরিশ্রম করে যতে হবে সফলতা অবশ্যই আসবে। এমন সুন্দর আর্টিকেল পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

$ 0.00
3 years ago

ধন্যবাদ দাদা। পাশে থাকবেন।

$ 0.00
3 years ago