প্রত্যেক জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে

1 10
Avatar for Skssalma
4 years ago

লেখাটা মন দিয়ে পড়বেন, হয়তো আপনিও উপকৃত হবেন।

প্রত্যেক জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, যেমন চেয়ার বসার জন্য বানানো হয়েছে, টেবিল কোন কিছু রাখার জন্য বানানো হয়েছে, এরকম প্রত্যেকটা জিনিস বানানোর পেছনে উদ্দেশ্য থাকে।

তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যে কি? চলুন জেনে নেই মানুষের সৃষ্টিকর্তার কাছ থেকে।

আল্লাহ্ রাব্বুল আলামীন সুরা আল মূলকের দুই নাম্বার আয়াতে বলছেন-

৬৭: আল-মুলক:২,

الَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًاؕ وَ هُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُۙ

কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীলও।

তাহলে আমরা জানলাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা।

প্রত্যেক পরীক্ষার কিন্তু সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসটাও দিয়ে দেয়া হয়েছে, আর সিলেবাসটা হচ্ছে মানুষকে যে ছোট্ট একটা জীবন দেয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সাথে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ার তার নিজের কাজকর্মের হিসেব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে তার সৃষ্টিকর্তার সামনে দাড়াতে হবে, এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহিতা করতে হবে, কারণ তার সৃষ্টিকর্তা বলেই দিয়েছেন যে, দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্যেই হলো কে উত্তম কাজ করছে এটা পরীক্ষা করা।

আমরা মানুষ জাতি এখানেই ভূল করে ফেলি, আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দেই, যেমন - কে কি করছে, কে কি বলে ফেললো, কে কিভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কি রকম, কার মধ্যে কোন কোন দোষ আছে এই জিনিস গুলো কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়, আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছি তা কিন্তু বুঝতেও পারছি না।

চলুন না আমরা যখনই অন্যের কোন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখনই নিজেকে স্মরণ করিয়ে দেই যে এটা আমার পরিক্ষার সিলেবাসের মধ্যে নাই। আমার সিলেবাসের বিষয় (মানে আমার ভালো কাজকর্ম) নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হবে।

আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সবাইকে বুঝার ও মেনে চলার তৌফিক দিন, আমিন।

2
$ 0.00
Avatar for Skssalma
4 years ago

Comments