যে মেয়েটা তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করে একের পর এক প্রপোজাল ক্যান্সেল করে গেছে..,
যে মেয়েটা ফ্যামিলির বাবা- মায়ের হাজারো কথা উপেক্ষা করে তোমায় দিনের পর দিন ভালোবেসে গেছে..,
যে মেয়েটা ডক্টর, ইঞ্জিনিয়র,শিক্ষক কিংবা বড়ো কোনো বিজনেসম্যান পাত্র বিয়ে না করে তোমার জন্য অপেক্ষা করে গেছে..,!
আর সেই তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে বলে দিচ্ছো সে তোমার যোগ্য নয়.,! অথচ এই মেয়েটাই শূন্য পকেট থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এতোটা সময় তোমার পাশে থেকেছে।
কিন্তু আজ তোমার চোখে সেই মেয়ে টিকে দেখতে অসুন্দর মনে হয়, বয়স্ক মহিলাদের মতো লাগে, বড্ড বেমানান লাগে নিজের পাশে তাকে দেখতে.....!!!
ভালোবাসার রং এতো তাড়াতাড়ি কিভাবে বদলে যেতে পারে একটা মানুষের..!
কিভাবে পারে তারা একটা মেয়ের বিশ্বাসকে, মন কে কিংবা একটু একটু করে ঘরে তোলা স্বপ্ন গুলোকে
এভাবে দুমড়েমুচড়ে পিষে দিতে..!
যে মেয়ে তার পরিবারকে এতোগুলা দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে মানিয়ে নিয়েছে এই আশায় যে একদিন তার প্রিয় মানুষটা প্রতিষ্ঠিত হয়ে তার বা- মায়ের সামনে এসে দাঁড়াবে..!
আর এখন যোগ্য হয়ে সেই মেয়েটাকে তোমার অযোগ্য বলে ঘোষণা করে দিচ্ছো.!
এই মেয়েটা আর কখনও কোনোদিন কাউকে কি বিশ্বাস করতে পারবে.?
পারবে কাউকে ভরষা করতে.? সে কি পারবে কাউকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে.? পারবে না।
আজ এ ভুবনে ভালোবাসা নামক শব্দটি যে চাকচিক্যের কাছে হেরে যায়। কারো কারো জীবন থেকে এভাবেই হয়তো ভালোবাসা হারিয়ে যায় চিরতরে কিংবা জীবনের শেষ ঘন্টাটি হয়তো এখানেই শেষ হয়ে যায়..!
একটা জীবনের মূল্য দিতে শিখুন..,
ভালোবাসার মানুষটির সাথে এক সঙ্গে বেঁচে থাকতে শিখুন।