সাফল্য সবাই চায়, কেও পায় কেও পায়না। সাফল্যের জন্য কেউ চিন্তায় মগ্ন থাকে, কেউ আবার ভাবে নাহ। চিন্তা করলেই সাফল্য আসে না। তা নিয়ে কঠোর পরিস্রম এবং প্রস্তুতি প্রয়োজন। সবাই সমান, কেউ নিজের উপর আস্থা রাখে কেও ভয় পায়, ভয় পেয়ে কখনো জয় হবে না সাফল্য আসবে নাহ, হাল ছেড়ে দিয়ে গুটিয়ে পরলে হবে না কাজের সমাধান।
শেষ না দেখে কাজ করে যাওয়ার দারপ্রান্তই হচ্ছে সাফল্যে। কেউ করার আগে জান্ত না যে সফল হবে। ভাই আগে কাজ কর তারপর নাহয় ভাবা যাবে। সফল হতে হলে আগে তো নিজের সেরাটা দিতে হবে তোকে।
ভেবে কি হবে এতো ভাবলে সমধান হবে নাহ। ১০ পার পরবি একবার উঠবি এভাবে একদিন সাফল্যের দেখে মেলবে। তাই কখনো হাল ছাড়া যাবে না, সাফল্যের ঘ্রান পেতে হলে নিজের উপর আস্থা রাখতে হবে।
5
13
Thank you brother for your great response