নেশা

3 17
Sponsors of Sizan200
empty
empty
empty

রাতে শহর ঘুমায়। এর মাঝেও জেগে থাকে কিছু মানুষ।কেউ বিছানায় এপাশ ওপাশ করে।

কারো প্রেমিকার বিয়ে! রাত ফুরোলেই।খুব পরিচিত একটি নাম্বারে ফোন দিয়ে "ওয়েটিং" দেখে উত্তেজনায় কাঁপছে কেউ! কেউবা বারবার একটি নাম্বারে কল দিতে গিয়েও কেটে দিচ্ছে লাইন।জানে, ওপাশেও কেউ একজন হয়তো একই কাজ করছে!

তবুও এক অদৃশ্য বাধা। কেউ কেউ স্বপ্ন সাজাচ্ছে, স্বপ্নের বিকিকিনি চলছে মোবাইল ফোনে ।খানিকটা ভারি নিঃশ্বাসের আদান প্রদান, কখনো সব স্থবির!

কারো হয়তো সুখের স্মৃতিগুলো তাকে পুড়ে ছাই করে দিচ্ছে ! কেউবা কষ্টগুলোকে উড়িয়ে দিচ্ছে বাতাসে। বিছানায় উপুর হয়ে কেউবা ভারি করে তুলছে বালিশের তুলাগুলো।

জীবন যুদ্ধে বারবার ল্যাং খাওয়া মানুষগুলোর রাতে ঘুম হয় না। তারা বিছানায় শুয়ে শুয়ে ঘরের সিলিং দেখে দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পরে।আমার মতো কিছু মানুষ জেগে আছে, নিছক জেগে থাকার নেশায় !এরা ঘুমকে চোখে লালন করে বশ করেছে দিনের পরে দিন !

নেশার আনন্দ অন্যরকম। নির্ঘুম থাকার নেশা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর নেশা...!

আমি তো অমানুষ, আমি নিকৃষ্ট🌸

10
$ 0.00

Comments

খুব সুন্দর লিখেছেন ভাইয়া...

$ 0.00
3 years ago

nice

$ 0.00
3 years ago

খুব সুন্দর হয়েছে কবিতা তে

$ 0.00
3 years ago