সমস্যা আপনার না সমস্যা তাদের
আপনি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত আপনার সমস্যা নেই, সমস্যা অন্য মানুষের। বলবে মানুষটা কি কিপটা কিংবা খ্যাত। ভালো চাকরি করে কিংবা ব্যবসা করে কিন্তু কোনো রুচি নেই!
আপনি পরিবার নিয়ে সুখী আছেন, সমস্যা আপনার না, সমস্যা মানুষের। তাদের রাডারে আপনার পরিবারের কোনো না কোনো খুঁত ধরা পড়বেই। এরপর শুরু হবে সমালোচনার তুবড়ি।
আপনার সন্তান পরীক্ষায় খারাপ ফল করেছে, আপনার কোনো সমস্যা নেই, সমস্যা মানুষের। তারা ঠিকই আপনার সন্তানের খারাপ ফলের করেন খুঁজে বের করে সার্কুলেট করা শুরু করবে। ধরুন আপনার সন্তান টিভিতে ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে তখন সেই মহামান্য মহোদয়েরা বলবেন সারাদিন টিভিতে খেলা দেখলে ভালো রেজাল্ট করবে কিভাবে।
আপনার সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে , সমস্যা আপনার না সমস্যা তাদের।
আপনার মেয়ে হয়তো চাকরি করার পর বিয়ে করতে চাইছে, সমস্যা আপনার না, সমস্যা ওই দূরবীন বাহিনীর।
আপনার ছেলেটি কিংবা মেয়েটি ভালো একটা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, সমস্যা আপনার না, সমস্যা সেইসব ত্যাগী মানুষদের।
আপনি আপনার মত করে সুখ খুঁজে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন...
সমস্যা আপনার না...
সমস্যা তাদের....
Right brother