বিরোধিতা
বিরোধিতা শব্দ শুনলে আমরা ভয় পাই। আমরা চাই না কেউ আমাদের বিরোধিতা করুক বা আমরা কারো বিরোধিতা করে শত্রুতা বাড়াই। কিন্তু আমরা জানিই না আামাদের ভালো থাকার জন্য এই বিরোধিতা শব্দটা কতো গুরুত্বপূর্ণ। কাল যদি কেউ এসে আপনার বিরোধিতা করে তাহলে নিজেকে প্রশ্ন করুন। আপনার কি ত্রুটি আছে সেটা খোজ করুন।তাহলে দেখবেন আপনি সোনা থেকে কুন্দন হয়ে যাবেন। আর এই বিরোধিতা আগুন আপনার জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনবে।
আমরা বলে থাকি সমাজ খারাপ বেড়ে গেছে।তার মানে এই নয় যে খারাপ লোক বেড়ে গেছে বরং ভালো চিন্তা ও বুদ্ধিসম্পন্ন লোক খারাপের বিরোধিতা করছে নাহ। বিরোধিতা করলে খারাপ পিছু হটতে বাধ্য
তাই যখনই আপনার সামনে কোন খারাপ হবে তার বিরোধিতা করুন।
Very good thought