কমেন্ট এ সবাই আপভোট করবেন
1. ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে জার্মানী অস্ট্রিয়া ও ইতালীর মধ্যে।
2. ত্রিশক্তি মৈত্রী (আঁতাত) কবে কাদের মধ্যে সম্পন্ন হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে জার্মানী অস্ট্রিয়া ও ইতালীর মধ্যে।
3. ‘রি-ইন্সিওরেন্স চুক্তি’ কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮৮৭ খ্রীষ্টাব্দে।
4. ফ্রাঙ্কো-রুশ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮৯৪ খ্রীষ্টাব্দে।
5. ‘সেরজেভো হত্যাকাণ্ড’ কী?
উঃ অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে এলে ১৯১৪ খ্রীষ্টাব্দের ২৮ শে জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ‘ব্ল্যাক হ্যাণ্ড বা ইউনিয়ান অব ডেথ’- এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ রাজপথের ওপর প্রকাশ্য দিবালোকে তাঁদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।
6. প্রথম বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল?
উঃ ১৯১৪ থেকে ১৯১৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত।
7. প্যারিসের শান্তি সম্মেলন কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
8. ব্রেস্টলিটোভস্কের সন্ধি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।
9. উইলসনের চৌদ্দ দফা শর্ত কী কী?
উঃ ১। গোপন কুটনীতি ত্যাগ করে খোলাখুলি বোইদেশিক নীতি পরিচালনা করা।
২। দেশের উপকূল ব্যতীত শান্তি ও যুদ্ধের সময় সমুদ্রকে উন্মুক্ত রাখা।
৩। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাধ-নিষেধ হ্রাস।
৪। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যতীত অস্ত্র-উৎপাদন হ্রাস।
৫। বিভিন্ন উপনিবেশে জনসাধারণের স্বার্থ বিবেচনা।
৬। রাশিয়ার হৃত অঞ্চল প্রত্যপর্ণ করা।
৭। বেলজিয়ামকে স্বাধীন রাজ্য হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা।
৮। ফ্রান্সকে আলসাস-লোরেন ফিরিয়ে দেওয়া।
৯। ইতালীর রাজ্যসীমা পুনর্নির্ধারণ করা।
১০। বলকান রাজ্যগুলির পুনর্গঠন।
১১। অস্ট্রিয়া-হাঙ্গেরীকে স্বায়ত্তশাসনের অধিকার প্রদান।
১২। স্বাধীন রাজ হিসেবে পোল্যাণ্ডের পুনর্গঠন।
১৩। তুরস্কের অমুসলিম প্রজাদের স্বায়ত্ত্বশাসন প্রদান এবং দার্দানেলিস প্রণালীকে নিরপেক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা।
১৪। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন।
10. সেন্ট জার্মেন-এর সন্ধি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
11. সেভর সন্ধি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ১০ ই আগস্ট।
12. ট্রিয়ানন-এর সন্ধি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের জুন মাসে।
13. কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ২৮ শে এপ্রিল।
14. জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ১০ই জানুয়ারি।
15. জাতিসংঘের প্রথম সচিব কে ছিলেন?
উঃ স্যার এরিক ড্রুমণ্ড।
16. কেলগ্-ব্রিয়াঁ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
17. লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা?
উঃ ইংল্যাণ্ড, ফান্স, ইতালী ও জাপান।
18. লোকোর্নো চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯২৫ খ্রীষ্টাব্দে।
19. চৌদ্দ দফা চুক্তির রচয়িতা কে?
উঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
ভালো বলেছেন