দ্বিতীয় বিশ্বযুদ্ধ

7 62
Avatar for Sifat1
Written by
3 years ago

1. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর।

2. ইঙ্গ-রুশ চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৪১ খ্রীষ্টাব্দে।

3. কবে স্ট্যালিনগ্রাডের যুদ্ধ শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।

4. কবে কাদের মধ্যে ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি সাকশরিত হয়?

উঃ ১৯৪০ খ্রীষ্টাব্দে জাপান, ইতালী ও জার্মানীর মধ্যে।

5. কবে লালফৌজ বার্লিন দখল করে?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দের ২রা মে।

6. কবে হিরসিমাতে আণবিক বোমা নিক্ষেপ করা হয়?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দে ৬ই আগস্ট।

7. কবে নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করা হয়?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দে ৯ই আগস্ট।

8. হিটলার কবে আত্মহত্যা করে?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দে ৩০ শে এপ্রিল।

9. অক্ষশক্তি বলতে কাদের বোঝায়?

উঃ জাপান, জার্মানী ও ইতালীর জোট অক্ষশক্তি।

10. মিত্রশক্তি বলতে কারা?

উঃ ইংল্যাণ্ড, ফ্রান্স জোটবদ্ধ মিত্রশক্তি।

11. ডি-ডে কি ও কবে?

উঃ নর্মাণ্ডিতে সেনা অবতরণের আগের দিন সন্ধ্যায় (৫ই জুন) মিত্রপক্ষের এক হাজার জঙ্গী বোমারু বিমান ফ্রান্সের উপকূলবর্তী জার্মান প্রতিরক্ষা ঘাঁটিগুলির ওপর প্রবল বমাবর্ষণ করে এবং উপকূলভাগের সেতু, রেলপথ প্রভৃতি সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। পরদিন (৬ই জুন) ভোরের আলো-আঁধারিতে ইংল্যাণ্ড থেকে ইংলিশ চ্যানেল অতিক্রম করে চার হাজারেরও বেশি জাহাজে ১,৫৬,০০০ মিত্রসেনা নর্মাণ্ডি উপকূলের ৬০ মাইলব্যাপী পাঁচটি স্থানে অবতরণ করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য এগার হাজার বিমান নিযুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এই দিনটিকে ডি-ডে বা মুক্তি দিবস বলে।

12. লেণ্ড-লীজ আইন কী?

উঃ মিত্রশক্তিবর্গকে অস্ত্র সাহায্য দেবার আইন।

13. ক্যাশ অ্যাণ্ড ক্যারি নীতি কী?

উঃ অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র সরবরাহ নীতি।

14. ‘আটলাণ্টিক সনদ’ কবে প্রকাশিত হয়?

উঃ ১৯৪১ খ্রীষ্টাব্দের আগস্ট মাসে।

15. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালী ও জার্মানীর নেতা কারা ছিলেন?

উঃ ইতালীর নেতা ছিলেন মুসোলিনে আর জার্মানীর নেতা ছিলেন হিটলার।

16. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন?

উঃ চার্চিল।

17. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেণ্ট কে ছিলেন?

উঃ রুজভেল্ট।

18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানীর মিত্রপক্ষ কারা ছিল?

উঃ জাপান ও ইতালী।

19. জাপান কত তারিখে পার্ল হারবার আক্রমণ করে?

উঃ ১৯৪১ খ্রীষ্টাব্দের ৭ই ডিসেম্বর।

20. পোটস্‌ডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দ্র জুলাই-আগস্ট মাসে।

21. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।

22. বার্মা কবে স্বাধীনতা লাভ করে?

উঃ ১৯৪৮ খ্রীষ্টাব্দে।

23. ইয়াল্টা সম্মেলনের তিন প্রধান কে কে ছিলেন?

উঃ রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন।

24. পোটস্‌ডাম সম্মেলনে উপস্থিত তিন প্রধানের নাম লেখ।

উঃ রাশিয়ার মার্শাল স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেণ্ট এটলী।

25. ‘আনারা’ কী? এর প্রধান উদ্যোক্তা কে?

উঃ যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে অর্থনৈতিক সাহায্যদানের উদ্দেশ্যে গঠিত সংস্থা (United Nation Relief and Rehabilitation Administration বা UNRRA)। এর প্রধান উদ্যোক্তা ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

26. ট্রুম্যান নীতি কে কবে প্রবর্তন করেন?

উঃ ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১২ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান।

27. মার্শাল পরিকল্পনা কে কবে প্রবর্তন করেন?

উঃ ১৯৪৭ খ্রীষ্টাব্দের ৫ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব মার্শাল।

28. ডঃ সুকর্নোর প্রতিষ্ঠিত দলের নাম কী?

উঃ ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী দল।

29. ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? কবে এই দেশ স্বাধীনতা অর্জন করে?

উঃ ডঃ সুকর্নো। ১৯৪৫ খ্রীষ্টাব্দের ১৭ই আগস্ট।

6
$ 0.00
Avatar for Sifat1
Written by
3 years ago

Comments

Thank you brother for share.

$ 0.00
3 years ago

wonderful post

$ 0.00
3 years ago

Informative writing

$ 0.00
3 years ago

ধন্যবাদ সবাইকে

$ 0.00
3 years ago

Awesome post bro

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে

$ 0.00
3 years ago

Nice post

$ 0.00
3 years ago