আমাদের সবারই কিছু একান্ত কাছের মানুষ আছে,যারা মনে স্থান দখল করে নেয়,যাদের জন্য মাত্র একটা ফোন কলে ছুটে যাওয়া যায়,যাদেরকে স্বরণ করার জন্য কোনো সোশাল নোটিফিকেশন কিংবা রিমাইন্ডারে হিসেব চলে না,খাটে না কোনো ইগো কিংবা হিংসা,শুধুই খুজে পাওয়া যায় অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।
সেরকমই আমার একটা পরিবার আছে নিজের পরিবারের পরে যার স্থান,সেই পরিবারের সদস্য সংখ্যা মোটেই বেশি নয়,নেহাত ৩জন(আমি স্বয়ং,@হাসান রনি,@ওয়ালিদ প্রত্যয়) আমরা তিন ভাই
আজ দিনটা যে ২৯শে অগাষ্ট ভুলিনি,যদিও সেটা কখনোই ভুলি না,
সেই পরিবারের আমার ভাই ওয়ালিদ প্রত্যয় আজকের দিনে ভুমিষ্ঠ হয়েছিলো।
সেই মানুষ্টার কথা বলে শেষ করা যাবে না,একাধারে সে একজন আর্কিটেক্ট,ভালো লেখকও বটে,সেই ছোটোবেলা থেকেই যার বইয়ের নেশা যাকে বলে বইপোকা,সর্বোপরি একজন দূর্দান্ত টেল্যান্ট মানুষ ,অনেক কিছুই শিখেছি তারই হাত ধরে ।
সম্প্রতি তার একটি উপন্যাসের বই বেরিয়েছে গেলো বইমেলায় "এখানে ভীষণ রোদ" নামে যেটা ওর আব্বু আম্মুকে উৎসর্গ করে লিখা, লালন্দা প্রকাশনী থেকে।
আজ আর কথা না বাড়াই,
জন্মদিনের শুভেচ্ছা ভাই আমার,জীবনে সফল হও তোর লক্ষে।
শুভ জন্মদিন ওয়ালিদ প্রত্যয়❤️❤️❤️❤️
আর রেডি থাক আসতেছি,হাটবো, হাসান রনি ভাই খুব মিস করছি রে তোকে ,সেতাবগঞ্জকে ভুলে
যাইস না
Don't Forget To do
Like
Comments
&
Subscribe
হ্যাপি ট্রাভেলিং